মনির খাঁন।।
অন্যায় অত্যাচার ও বিপীড়নের বিরুদ্ধে কথা বলে সংবাদ প্রকাশে দৈনিক যুগান্তরের সাহসী ভূমিকা আশা করছি আগামীতেও অব্যাহত থাকবে প্রধান অতিথি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।
সোমবার দুপুরে যুগান্তরের কুমিল্লা ব্যুরো আবুল খায়েরের সভাপতিত্বে ও মুরাদনগর প্রতিনিধি সুমন সরকারের সঞ্চালনায় মুরাদনগর উপজেলার কবি কাজী নজরুল মিলনায়তনে দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভ‚ইয়া জনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার,। আলোচনা সভা শেষে কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে এ উপলক্ষে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র নেতৃত্বে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, আরিফুল ইসলাম শাহেদ। ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, ভিপি জাকির হোসেন, ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহম্মেদ, তৈয়বুর রহমান তুহিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরি, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, তৃষ্ণা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ব্যবসায়ি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজ খাঁন, ইউপি সদস্য মো: কাউসার, মোহাম্মদ আলী শাহআলম, মুরাদনগর প্রাথমিক শিক্ষক সমিতির মিডিয়া বিষয়ক সম্পাদক মো: শাহীন প্রমুখ।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের মুরাদনগর প্রতিনিধি বেলাল উদ্দিন আহাম্মদ, ইনকিলাবের মুরাদনগর প্রতিনিধি মনির হোসাইন, মানবকন্ঠের মুরাদনগর প্রতিনিধি মাহবুব আলম আরিফ, সরেজমিন বার্তার কুমিল্লা ব্যুরো শারফিন শাহ, মাতৃভ‚মির খবরের কুমিল্লা ব্যুরো আহসান হাবীব শামীম, ভোরের চেতনার মুরাদনগর প্রতিনিধি দুলাল আহম্মেদ, বাংলাদেশ সমাচারের মুরাদনগর প্রতিনিধি শাখাওয়াত হোসেন তুহিন, আজকালের কন্ঠ মুরাদনগর প্রতিনিধি খোরশেদ আলম, আরটিভির ক্যামেরা পার্সন সুমন আহম্মেদ, আজকের সংবাদ মুরাদনগর প্রতিনিধি শামীমুল ইসলাম প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page