মাহফুজ নান্টু, কুমিল্লা।
আলেয়া বেগম। স্বামী কফিল উদ্দিন। এক ছেলে এক মেয়ে কফিল- আলেয়া দম্পত্তির। ছেলে চট্টগ্রামে একটি কারখানার শ্রমিক। মেয়ে স্বামীর ঘরে। নিজেদের ঘর নেই। কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী নিশ্চিন্তপুর বাংলাদেশ ভারতের শূণ্যরেখায় স্থানীয়রা একটি ঘর তৈরী করে দেন। সেই ঘরে এতদিন ছিলেন। আজ নিজেদের নতুন ঘর পেয়ে আনন্দিত আলেয়া বেগম বলেন, আগে আমডারে যেখানে হগ্গলে মিল্লা ঘর কইরা দিছিলো হেই ঘরটা অর্ধেকটা ইন্ডিয়াত পড়ছে। বাহি অর্ধেকটা বাংলাদেশে পড়ছে। ওই ঘরটাতে একবার বিজিবি যাইতো একবার বিএসএফ যাইতো। শান্তি আছিলো না। আইজ প্রধানমন্ত্রী আমডারে একটা পাক্কা ঘর দিছে। এহন বাংলাদেশে নিজের ঘরে ঈদ করতে পাইরাম। কি শান্তিডা লাগতাছে।
নুর জাহান বেগমের তিন মেয়ে। বিয়ে দিয়েছেন। স্বামী মোঃ সেলিম তেমন আয় উপার্জন করতে পারেন না। নুরজাহান বাবার বাড়ী কালিকাপুরের একটি পরিত্যক্ত ঘরে থাকতেন। নতুন ঘর পেয়ে ফোকলা দাঁত বের হেসে উঠেন। আনন্দে কেঁদে নুরজাহান বলেন, এতদিন ঘর দিয়া মেঘের ফানি ফড়তো, রইদ বানে বহুত কষ্ট পাইছি। আইজ নতুন ঘর পাইছি। ঘরের ভিতরে রান্দনের ঘর আছে। অহন আর রইদ বানে কষ্ট পাইতাম না।
মঙ্গলবার কুমিল্লা আদর্শ সদর উপজেলায় তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে প্রধানমন্ত্রীর নতুন ঘর পেয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন নূরজাহান ও আলেয়া বেগমরা।
মঙ্গলবার তাদের মত আরো ১৩ জনকে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়। রোজা রেখে নতুন ঘরের কাগজপত্র বুঝে নিতে আসা এসব মানুষের মনে আজ ঈদের আগে ঈদের আনন্দ বিরাজ করছিলো।
নতুন ঘর হস্তান্তরের পর কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.আমিনুল ইসলাম টুটুল বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছেন। একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ণ করা হচ্ছে। আমরা সেই গৌরবের অংশিদার হচ্ছি। নিঃসন্দেহে এটা আমার কাছে অত্যান্ত আনন্দের।
উপজেলা নির্বাহী জাকিয়া আফরিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ঘর হস্তান্তর উদ্বোধন করেছেন। তারপরই কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১৫ জন গৃহহীন পরিবারকে নতুন ঘরের কাগজপত্র হস্তান্তর করেছি। আজ থেকে ১৫ পরিবারের সদস্যরা ওই ঘরগুলোতে থাকতে পারবে।
কুমিল্লা জেলা প্রশাসনসূত্রে জানা যায়, মঙ্গলবার কুমিল্লা জেলায় তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৪৬৬ টি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page