আলমগীর কবির।।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল কায়সার। বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ নাজির আহম্মেদ খাঁন।
অনুষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে গৌরবোজ্জ্বল সাফল্যের স্বীকৃতি হিসেবে “সফল আত্মকর্মী” ক্যাটাগরিতে জাতীয় যুব পুরস্কার ২০২৫ প্রাপ্ত উদ্যোক্তা মোসাঃ লাভলী আক্তারকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইসহাক এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: রাশেদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার বখতিয়ার আলম গাজী, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক, নজরুল ইসলাম সরকার , সহকারী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, পেইজ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউনুস, যুব উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তা, সংগঠক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০১৬ সালে কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কম্পিউটার বেসিক, ফ্যাশন ডিজাইন ও পোশাক তৈরিসহ নারীদের আয়বর্ধক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে লাভলী আক্তার তার কর্মজীবন শুরু করেন। একাগ্রতা, পরিশ্রম ও সততার মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেছেন “নকশিপট” নামের একটি সফল প্রতিষ্ঠান। পাশাপাশি “নকশিপট যুব মহিলা সংস্থা”র সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এর আগে তিনি উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কৃত হয়েছেন। সম্মাননা পেয়ে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “কোনো কাজই ছোট নয়। সততা, একাগ্রতা ও কঠোর পরিশ্রমই সফলতার চাবিকাঠি।”















