
বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী মীরপুর এলাকায় বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি কালভার্টের নিচ থেকে প্রায় ১২ ফুট লম্বা অজগরটি ধরা পড়ে।
স্থানীয় যুবক আলাউদ্দিন সাহসিকতার সঙ্গে সাপটি আটক করে বস্তায় ভরে নিজ বাড়িতে নিয়ে যান। ঘটনাটি নিশ্চিত করেছেন ছয়গ্রাম বাজারের হোমিও চিকিৎসক ডা. মোস্তফা জামাল।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কালভার্টের নিচে বিশাল অজগরটি দেখা গেলে প্রথমে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সাহসিকতার সঙ্গে আলাউদ্দিন সেটি ধরে ফেলেন। অনেকে তাকে সাপটি বিক্রি করার পরামর্শ দিলেও এলাকাবাসীর ইচ্ছা— অজগরটিকে বন-জঙ্গলে অবমুক্ত করা হোক।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম বলেন, “অজগরটির দৈর্ঘ্য অন্তত ১২ ফুট। ধারণা করা হচ্ছে, এক বছর আগে সীমান্ত এলাকায় বন বিভাগের কর্মকর্তারা যে অজগর অবমুক্ত করেছিলেন, সেটিই এখানে এসে পড়েছে। আমার ইচ্ছে, এটি দ্রুত আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হোক।”
বুড়িচং উপজেলা বন বিভাগের কালিকৃষ্ণনগর বিট কর্মকর্তা ইয়াজুল হক বুধবার রাতেই জানান, অজগরের খবর পেয়ে বন বিভাগ উদ্যোগ নিয়েছে। অবশেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সাপটিকে বুড়িচং উপজেলার কালিকৃষ্ণনগর বনে অবমুক্ত করা হয়েছে।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন বলেন, “সাপটি উদ্ধার হওয়া স্থানটি ভারতীয় সীমান্তবর্তী অঞ্চল। ওই এলাকায় পাহাড়-জঙ্গল থাকায় এর আগেও সাপ উদ্ধার হয়েছে। এবারও উদ্ধারকৃত অজগরটিকে কালিকৃষ্ণনগর বনে অবমুক্ত করা হয়েছে।”
জহিরুল হক বাবু
বুড়িচং, কুমিল্লা
01740-652911