
আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ফসলের আবাদ নিশ্চিত করতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ১৪ অক্টোবর ) সকালে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানার সভাপতিত্বে প্রণোদনা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মুখলেসুর রহমান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও এ সময় সকল উপসহকারী কৃষি অফিসার ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রান্তিক ৪৬৫ কৃষকের মাঝে এ কৃষি প্রণোদনা দেওয়া হয়। কৃষি প্রণোদনা হিসেবে সরিষা, মসুর ডাল এবং সূর্যমুখীসহ বিভিন্ন শাকসবজির বীজ ও সার বিনামূল্যে দেওয়া হয়েছে প্রান্তিক কৃষকদের।
ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, প্রতি মৌসুমেই প্রান্তিক কৃষকদের লাভবান করার লক্ষ্যে ও ফসলের উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার এবং নগদ টাকা উপহার দিয়ে আসছে। আমরা ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছি।