
মোঃ ইয়াছিন মিয়া।।
কুমিল্লায় র্যাব-১১ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ ২৫ মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) রাত ১টার দিকে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন ভাটকেশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ রিয়াদ হোসেন (২৯) এবং তার সহযোগী মোঃ মামুন মিয়া (২৯)-কে।
গ্রেফতারকৃত রিয়াদ হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভাটকেশ্বর গ্রামের মোঃ জসিমের ছেলে। অপর আসামি মামুন মিয়া একই থানার কার্তিকপুর গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে। রিয়াদ দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র ও মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ আশপাশের এলাকায় বিক্রি করত। তার দখলে থাকা অস্ত্রের মাধ্যমে ডাকাতি, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সে জড়িত ছিল বলে র্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে।
অভিযানের সময় পৃথক আরেকটি স্থানে পরিচালিত অভিযানে র্যাব সদস্যরা ৮৫ বোতল ফেন্সিডিল (স্কাফ) ও ৫ কেজি গাঁজা উদ্ধার করে।
র্যাব-১১ আরও জানায়, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।