০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

কবিতাঃ আমি অভিবাসী; লিখেছেন- দেবব্রত ঘোষ

  • তারিখ : ১০:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • 263

কবিতাঃ আমি অভিবাসী
দেবব্রত ঘোষ

স্বল্প সময়ে বেশি কামাই
এই বাসনায় বিদেশ যাই।
স্বপ্নে ভাসে টাকার পাহাড়
যখন নিত্য কাটে অনাহার।

আছে সন্তানের ভবিষ্যত, স্ত্রীর বাসনা
মা-বাবার চিকিৎসা, দেশের ভাবনা।
কোথাও কূলকিনারা না পাই,
নিজে বাঁচি, পরিবার বাঁচাই,
তাই তো আমি ভিন দেশে যাই।

উচ্চ বেতন, স্বচ্ছ জীবন
নিরাপত্তায় জীবন গঠন
প্রাণের টানে যাই যে সেথায়
ঘুচবে দহন যাতন যেথায়।

বুঝি না কিছু নিজে
কোথাও না যাই যেচে।
জানি না কোথায় গেলে
সঠিক পথ ও তথ্য মেলে।
খাই ধরা দালালের ফাঁদে
যন্ত্রণায় প্রবাস জীবন কাঁদে।

প্রশিক্ষণে জানব কাজ, শিখবো ভাষা
খুঁজবো সত্য, মিটবে আশা, প্রত্যাশা ।

জানবো সঠিক তথ্য, গুজবে না দেব কান
শর্তমতে করবো কর্ম, রাখবো দেশের মান।

error: Content is protected !!

কবিতাঃ আমি অভিবাসী; লিখেছেন- দেবব্রত ঘোষ

তারিখ : ১০:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২

কবিতাঃ আমি অভিবাসী
দেবব্রত ঘোষ

স্বল্প সময়ে বেশি কামাই
এই বাসনায় বিদেশ যাই।
স্বপ্নে ভাসে টাকার পাহাড়
যখন নিত্য কাটে অনাহার।

আছে সন্তানের ভবিষ্যত, স্ত্রীর বাসনা
মা-বাবার চিকিৎসা, দেশের ভাবনা।
কোথাও কূলকিনারা না পাই,
নিজে বাঁচি, পরিবার বাঁচাই,
তাই তো আমি ভিন দেশে যাই।

উচ্চ বেতন, স্বচ্ছ জীবন
নিরাপত্তায় জীবন গঠন
প্রাণের টানে যাই যে সেথায়
ঘুচবে দহন যাতন যেথায়।

বুঝি না কিছু নিজে
কোথাও না যাই যেচে।
জানি না কোথায় গেলে
সঠিক পথ ও তথ্য মেলে।
খাই ধরা দালালের ফাঁদে
যন্ত্রণায় প্রবাস জীবন কাঁদে।

প্রশিক্ষণে জানব কাজ, শিখবো ভাষা
খুঁজবো সত্য, মিটবে আশা, প্রত্যাশা ।

জানবো সঠিক তথ্য, গুজবে না দেব কান
শর্তমতে করবো কর্ম, রাখবো দেশের মান।