নেকবর হোসেন।।
কুমিল্লায় ১৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা। রবিবার (১৯ জুন) আদর্শ সদর উপজেলার কালিরবাজার ও কাবিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, অভিযানে সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য কেটে বেশি দামে বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ মসলা বিক্রির অভিযোগে মেসার্স ফারুক এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দোকান থেকে ১৫০ লিটার তেল উদ্ধার করে উপস্থিত জনসাধারণের মাঝে গায়ের দামে বিক্রি করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ মসলা জব্দ করে ধ্বংস করা হয়।
এদিকে বেকারিতে পণ্যের উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না লেখার অভিযোগে কাবিলা এলাকার আল্লাহর দান নামক একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page