কুভিক অর্থনীতি বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট প্রথম বর্ষ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অর্থনীতি বিভাগের আন্তঃবর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে তৃতীয় বর্ষ দলকে হারিয়ে চ্যামৃপিয়ন হয়েছে প্রথম বর্ষ দল।

সোমবার ভিক্টোরিয়া সরকারি কলেজ মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী।
সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবদুল মজিদ। এছাড়াও আরো উপস্থিত অর্থনীতি বিভাগের আরো অন্যান্য শিক্ষকবৃন্দ এবং কলেজ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।

দীর্ঘ ১ মাসের এই আয়োজনে অর্থনীতি বিভাগের পাঁচটি দল অংশ গ্রহণ করে।

লিগ পর্ব শেষে ফাইনালে অংশগ্রহণ করেন টিম অ্যাডাম স্মিথ (প্রথম বর্ষ) বনাম টিম ডেভিড রিকার্ডো (তৃতীয় বর্ষ)। ম্যাচটি তে টিম অ্যাডাম স্মিথ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকিটি উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করেন। ম্যাচটি তে টিম অ্যাডম স্মিথ ৯৫ রানে জয় লাভ করেন। প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন সাইফুল্লাহ পারভেজ (১ম বর্ষ) তা’র সংগ্রহ ৫৬ রান এবং ১ উইকেট। পুরো ট্যুর্নামেন্ট এ ভালো খেলার মাধ্যমে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন রাইসুল ইসলাম (১ম বর্ষ) তা’র ব্যাক্তিগত সংগ্রহ ৯৮ রান এবং ১৫ উইকেট সংগ্রহ করেন।

ট্যুর্নামেন্ট’টি তে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হয়েছেন ওবায়দ উল্লাহ (১ম বর্ষ) তার ব্যাক্তিগত সংগ্রহ ৬৬ রান এবং ১২ উইকেট। টুর্নামেন্ট এ সর্বোচ্চ রান সংগ্রাহক নির্বাচিত হয়েছেন ফয়সাল (তৃতীয় বর্ষ) তার ব্যাক্তিগত সংগ্রহ ১৩৫ রান। ট্যুর্মামেন্ট এ সেরা উইকেট সংগ্রাহক নির্বাচিত হয়েছেন তোহা (তৃতীয় বর্ষ) তার সংগ্রহ ১৬ উইকেট।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page