কুমিল্লাতে সর্বজনীন পেনশন স্কিমে আদর্শ সদর উপজেলা প্রথম

জহিরুল হক বাবু।।
‘সুখে ভরবে আগামীর দিন, পেনশন এখন সর্বজনীন’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার জেলার ১৭ উপজেলার মধ্যে পেনশন স্কিমে সর্বোচ্চ রেজিস্ট্রেশন আদর্শ সদর উপজেলা প্রথম স্থানে রয়েছে।

সোমবার (১০ জুন) বিকেলে পর্যন্ত আদর্শ সদর উপজেলায় সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশন করেছেন ৪ হাজার ৫৮২ জন। আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার বিকেলে পর্যন্ত কুমিল্লা জেলার ১৭টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশন করেছেন ৪০ হাজার ৪৫ জন। উপজেলা হিসেবে সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশনের তালিকায় আদর্শ সদর উপজেলা প্রথম স্থানে রয়েছেন।

নির্বাহী অফিসার রোমেন শর্মা আরও বলেন, বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আর্থিক সুরক্ষায় সর্বজনীন পেনশন কার্যক্রমটি একটি যুগান্তকারী উদ্যোগ।

তিনি বলেন, কুমিল্লা জেলার ১৭ টি উপজেলার মধ্যে সর্বজনীন পেনশন স্কিমে আদর্শ সদর উপজেলা প্রথম। এই অর্জন সম্ভব হয়েছে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান স্যারের সার্বিক দিক নির্দেশনায় ও সকলের আন্তরিকতায়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page