কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার

মোঃ জহিরুল হক বাবু্।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নগরীর দক্ষিনচর্থা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি পাইপ গান, ৩ টি তাজা কার্তুজ, একটি স্টীলের চাপাতি, একটি ১ ফুট লম্বা চাইনিজ কুড়াল ও দুইটি স্টীলের সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো দক্ষিনচর্থা এলাকার মোঃ সোহেল ওরফে ক্যাম্বেল(৩০), মোঃ রুবেল (৩২), কাউছার(১৯), জেলার সদর উপজেলার গোলাবাড়ি এলাকার মোঃ ইমরান হোসেন(২৩) ও সুবর্ণপুর গ্রামের তারিকুল ইসলাম ভুইয়া(২৫)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া বলেন, গ্রেফতারকৃতরা একটি সক্রিয় ডাকাতও ছিনতাই দলের সদস্য।

তারা অটোরিক্সা ও সিএনজি করে শহরের মধ্যে ঘুরতে থাকে এবং সুযোগ বুঝে যেকোন জায়গায় মানুষের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব হাতিয়ে নেয়।

গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মার্ডার, ব্যাংক ডাকাতি, ছিনতাই, অস্ত্র মামলার সহ একাধিক মামলা রয়েছে।

গতকাল রাতে তাদের গ্রেফতারের পর অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত দুটি মামলা দায়ের করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page