০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি পাল্টাপাল্টি ধাওয়া, ৭ সাংবাদিকসহ আহত ১৭ “গণতন্ত্রে পরিপক্বতা ও সহনশীলতা দরকার” -ড. খন্দকার মারুফ হোসেন দাউদকান্দিতে ভাষা সৈনিক ড. জসিম উদ্দিন আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বুড়িচংয়ে গোমতী নদীর বেরিবাঁধে অবৈধ স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান; ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় মহাসড়কে ৩০ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ১ কুমিল্লা ধর্মসাগর ও নগর উদ্যানে হকারদের হয়রানি বন্ধে এনসিপির উদ্যোগ কুমিল্লায় আত্মীয়র মরদেহ দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কুবিতে ল্যাঙ্গুয়েজ ক্লাব অব অ্যানথ্রোপলজির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কুমিল্লায় লাল কার্ড হাতে নিয়ে দেশপ্রেমে জাগ্রত হওয়ার শপথ নিলেন ২০০ শিক্ষার্থী

বুড়িচংয়ে মহাসড়কে সেনাবাহিনীর চেকপোস্ট ও নিরাপত্তা কার্যক্রম

  • তারিখ : ০৫:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • 0

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় জানজট নিরসন, অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও ঈদ ছুটি শেষে ঢাকা মুখি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১৪ জুন) সকাল থেকে ৩৩ পদাতিক ডিভিশন ও ১০১ ব্রিগেডের অধীন ১২ বীর ইউনিটের অধীনস্থ বুড়িচং আর্মি ক্যাম্পের একটি দল মহাসড়কে টহল ও চেকপোস্ট স্থাপন করে যান চলাচলে শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করছে।

চেকপোস্টে সেনাবাহিনী সদস্যরা মালবাহী ও যাত্রী পরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করছেন। একই সাথে যাত্রী ও চালকদের সাথে কথা বলে তাঁদের যাত্রাপথ ও নিরাপত্তা নিয়ে খোঁজ খবর নেন। অপরাধমূলক কার্যক্রম ও অননুমোদিত পরিবহন চলাচল বন্ধ করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

ঈদের ছুটি কাটিয়ে ঘর মুখো হওয়া অনেক যাত্রী ও পরিবহন মালিক সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, চেকপোস্ট থাকার কারণে মহাসড়কে অপরাধ ও অনিয়ম অনেক কমেছে এবং যাত্রীরা নিরাপদ ও স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

স্থানীয় পরিবহন মালিক ও যাত্রীরা সেনাবাহিনীর এই মহত্ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ করেন।

বুড়িচংয়ে মহাসড়কে সেনাবাহিনীর চেকপোস্ট ও নিরাপত্তা কার্যক্রম

তারিখ : ০৫:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় জানজট নিরসন, অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও ঈদ ছুটি শেষে ঢাকা মুখি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১৪ জুন) সকাল থেকে ৩৩ পদাতিক ডিভিশন ও ১০১ ব্রিগেডের অধীন ১২ বীর ইউনিটের অধীনস্থ বুড়িচং আর্মি ক্যাম্পের একটি দল মহাসড়কে টহল ও চেকপোস্ট স্থাপন করে যান চলাচলে শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করছে।

চেকপোস্টে সেনাবাহিনী সদস্যরা মালবাহী ও যাত্রী পরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করছেন। একই সাথে যাত্রী ও চালকদের সাথে কথা বলে তাঁদের যাত্রাপথ ও নিরাপত্তা নিয়ে খোঁজ খবর নেন। অপরাধমূলক কার্যক্রম ও অননুমোদিত পরিবহন চলাচল বন্ধ করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

ঈদের ছুটি কাটিয়ে ঘর মুখো হওয়া অনেক যাত্রী ও পরিবহন মালিক সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, চেকপোস্ট থাকার কারণে মহাসড়কে অপরাধ ও অনিয়ম অনেক কমেছে এবং যাত্রীরা নিরাপদ ও স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

স্থানীয় পরিবহন মালিক ও যাত্রীরা সেনাবাহিনীর এই মহত্ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ করেন।