০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান দেবিদ্বারে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা হাজী ইয়াছিনের পক্ষে দিনব্যাপী অবস্থান কর্মসূচি; ১১তম দিনে দলীয় কার্যালয়ে অবস্থান বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার

বুড়িচংয়ে মহাসড়কে সেনাবাহিনীর চেকপোস্ট ও নিরাপত্তা কার্যক্রম

  • তারিখ : ০৫:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • 78

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় জানজট নিরসন, অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও ঈদ ছুটি শেষে ঢাকা মুখি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১৪ জুন) সকাল থেকে ৩৩ পদাতিক ডিভিশন ও ১০১ ব্রিগেডের অধীন ১২ বীর ইউনিটের অধীনস্থ বুড়িচং আর্মি ক্যাম্পের একটি দল মহাসড়কে টহল ও চেকপোস্ট স্থাপন করে যান চলাচলে শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করছে।

চেকপোস্টে সেনাবাহিনী সদস্যরা মালবাহী ও যাত্রী পরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করছেন। একই সাথে যাত্রী ও চালকদের সাথে কথা বলে তাঁদের যাত্রাপথ ও নিরাপত্তা নিয়ে খোঁজ খবর নেন। অপরাধমূলক কার্যক্রম ও অননুমোদিত পরিবহন চলাচল বন্ধ করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

ঈদের ছুটি কাটিয়ে ঘর মুখো হওয়া অনেক যাত্রী ও পরিবহন মালিক সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, চেকপোস্ট থাকার কারণে মহাসড়কে অপরাধ ও অনিয়ম অনেক কমেছে এবং যাত্রীরা নিরাপদ ও স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

স্থানীয় পরিবহন মালিক ও যাত্রীরা সেনাবাহিনীর এই মহত্ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ করেন।

error: Content is protected !!

বুড়িচংয়ে মহাসড়কে সেনাবাহিনীর চেকপোস্ট ও নিরাপত্তা কার্যক্রম

তারিখ : ০৫:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় জানজট নিরসন, অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও ঈদ ছুটি শেষে ঢাকা মুখি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১৪ জুন) সকাল থেকে ৩৩ পদাতিক ডিভিশন ও ১০১ ব্রিগেডের অধীন ১২ বীর ইউনিটের অধীনস্থ বুড়িচং আর্মি ক্যাম্পের একটি দল মহাসড়কে টহল ও চেকপোস্ট স্থাপন করে যান চলাচলে শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করছে।

চেকপোস্টে সেনাবাহিনী সদস্যরা মালবাহী ও যাত্রী পরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করছেন। একই সাথে যাত্রী ও চালকদের সাথে কথা বলে তাঁদের যাত্রাপথ ও নিরাপত্তা নিয়ে খোঁজ খবর নেন। অপরাধমূলক কার্যক্রম ও অননুমোদিত পরিবহন চলাচল বন্ধ করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

ঈদের ছুটি কাটিয়ে ঘর মুখো হওয়া অনেক যাত্রী ও পরিবহন মালিক সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, চেকপোস্ট থাকার কারণে মহাসড়কে অপরাধ ও অনিয়ম অনেক কমেছে এবং যাত্রীরা নিরাপদ ও স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

স্থানীয় পরিবহন মালিক ও যাত্রীরা সেনাবাহিনীর এই মহত্ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ করেন।