১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অসহায়দের পাশে রয়েছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা কুমিল্লায় জামায়াত প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল কুমিল্লা জেলা রিটার্নিং কর্তার কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ব্রাহ্মণপাড়ায় মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা; ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত

অসহায়দের পাশে রয়েছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

  • তারিখ : ০৯:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • 20

স্টাফ রিপোর্টার।।
বর্তমান বৈশ্বিক ও অর্থনৈতিক সংকটে যখন অনেকেই ত্রাণ ও সহায়তার নামে অনিয়মে জড়াচ্ছে, ঠিক সেই সময় সমাজের প্রকৃত অসহায় মানুষদের খুঁজে বের করে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়া গ্রামের সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা”।

গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সহায়তায় সংগঠনটি দীর্ঘদিন ধরে দরিদ্র, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা করে আসছে। তাদের এই মানবিক উদ্যোগের ফলে সহায়তা পাওয়া মানুষদের কাছে সংগঠনটি এখন ‘মানবতার বন্ধু’ হিসেবেই পরিচিত।

সম্প্রতি দাদিয়াপাড়া গ্রামের দীর্ঘদিনের অসুস্থ ও শারীরিকভাবে প্রতিবন্ধী মুস্তফা এবং মুক্তার পরিবারে নেমে আসে চরম দুর্ভোগ। কাজ করতে না পারায় তাদের সংসার চালানো হয়ে পড়ে প্রায় অসম্ভব। এমন অবস্থায় দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রতিবন্ধী মুস্তফাকে ৫০ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা প্রদান করা হয়। একইভাবে প্রতিবন্ধী মুক্তাকে ৫০ কেজি চাল ও ১ হাজার টাকা সমপরিমাণ অর্থের মুরগি কিনে দেওয়া হয়।

এছাড়াও, একই গ্রামের এক মাদ্রাসা-পড়ুয়া এতিম শিক্ষার্থীকে দুই সেট মাদ্রাসার পোশাক প্রদান করা হয় এবং এক বিধবা নারীকে নগদ ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। পাশাপাশি নতুন বছর ২০২৬ সাল উপলক্ষে দাদিয়াপাড়া গ্রামের প্রতিটি বাড়ি ও দোকানে সংগঠনের পক্ষ থেকে ক্যালেন্ডার বিতরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কিছু করতে পারলেই আমরা সবাই মানসিক আনন্দ পাই।”

সংগঠনের প্রধান উপদেষ্টা ওমর ফারুক বলেন, “অনেকে আমাদের প্রশ্ন করেন—এই কাজ করে আমরা কী লাভ পাই? আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো বেনিফিটের জন্য কাজ করি না। নিজেদের দেশ ও সমাজকে সুন্দর করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানবিক মূল্যবোধ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। যদি এখন আমরা মানবসেবায় এগিয়ে না আসি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই মূল্যবোধ হারিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আমাদের আশেপাশে যেসব মানুষ আয় করার সক্ষমতা হারিয়েছে বা দু’বেলা খাবার জোটাতে পারে না, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। কেউ আয় করতে পারলে তার আয়ের ব্যবস্থা করে দেওয়া, কেউ বিপদে পড়লে উদ্ধার করা—এই মানবিক চর্চাই সমাজকে টিকিয়ে রাখে।”

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার এমন কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে এবং সমাজের বিত্তবানদের মানবিক কাজে উদ্বুদ্ধ করছে বলে জানান এলাকাবাসী।

error: Content is protected !!

অসহায়দের পাশে রয়েছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

তারিখ : ০৯:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

স্টাফ রিপোর্টার।।
বর্তমান বৈশ্বিক ও অর্থনৈতিক সংকটে যখন অনেকেই ত্রাণ ও সহায়তার নামে অনিয়মে জড়াচ্ছে, ঠিক সেই সময় সমাজের প্রকৃত অসহায় মানুষদের খুঁজে বের করে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়া গ্রামের সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা”।

গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সহায়তায় সংগঠনটি দীর্ঘদিন ধরে দরিদ্র, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা করে আসছে। তাদের এই মানবিক উদ্যোগের ফলে সহায়তা পাওয়া মানুষদের কাছে সংগঠনটি এখন ‘মানবতার বন্ধু’ হিসেবেই পরিচিত।

সম্প্রতি দাদিয়াপাড়া গ্রামের দীর্ঘদিনের অসুস্থ ও শারীরিকভাবে প্রতিবন্ধী মুস্তফা এবং মুক্তার পরিবারে নেমে আসে চরম দুর্ভোগ। কাজ করতে না পারায় তাদের সংসার চালানো হয়ে পড়ে প্রায় অসম্ভব। এমন অবস্থায় দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রতিবন্ধী মুস্তফাকে ৫০ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা প্রদান করা হয়। একইভাবে প্রতিবন্ধী মুক্তাকে ৫০ কেজি চাল ও ১ হাজার টাকা সমপরিমাণ অর্থের মুরগি কিনে দেওয়া হয়।

এছাড়াও, একই গ্রামের এক মাদ্রাসা-পড়ুয়া এতিম শিক্ষার্থীকে দুই সেট মাদ্রাসার পোশাক প্রদান করা হয় এবং এক বিধবা নারীকে নগদ ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। পাশাপাশি নতুন বছর ২০২৬ সাল উপলক্ষে দাদিয়াপাড়া গ্রামের প্রতিটি বাড়ি ও দোকানে সংগঠনের পক্ষ থেকে ক্যালেন্ডার বিতরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কিছু করতে পারলেই আমরা সবাই মানসিক আনন্দ পাই।”

সংগঠনের প্রধান উপদেষ্টা ওমর ফারুক বলেন, “অনেকে আমাদের প্রশ্ন করেন—এই কাজ করে আমরা কী লাভ পাই? আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো বেনিফিটের জন্য কাজ করি না। নিজেদের দেশ ও সমাজকে সুন্দর করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানবিক মূল্যবোধ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। যদি এখন আমরা মানবসেবায় এগিয়ে না আসি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই মূল্যবোধ হারিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আমাদের আশেপাশে যেসব মানুষ আয় করার সক্ষমতা হারিয়েছে বা দু’বেলা খাবার জোটাতে পারে না, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। কেউ আয় করতে পারলে তার আয়ের ব্যবস্থা করে দেওয়া, কেউ বিপদে পড়লে উদ্ধার করা—এই মানবিক চর্চাই সমাজকে টিকিয়ে রাখে।”

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার এমন কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে এবং সমাজের বিত্তবানদের মানবিক কাজে উদ্বুদ্ধ করছে বলে জানান এলাকাবাসী।