কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে একই মাদ্রাসার নারী শিক্ষিকাকে মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভূক্তভোগী নারী শিক্ষিকা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়ন এর বাবুর্চী দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা সুপার এবিএম কবির হোসেন একই প্রতিষ্ঠানে চাকুরীরত সহকারী মহিলা শিক্ষিকা (কৃষি) চাকুরীতে যোগদান এর পর থেকে বিভিন্ন সময়ে মানসিক নির্যাতন করে আসছে।
ওই নারী শিক্ষিকার বাড়ী ভিন্ন জেলায় হওয়ায় পাশাপাশি এখানে তাঁর কোন আত্মীয়-স্বজন না থাকায় লজ্জাবোধ ও আত্ম-সম্মানের ভয়ে এতোদিন বিষয়টি তিনি কাউকে জানায়নি।
এছাড়া করোনাকালীন সময়ে বিভিন্ন অজুহাতে ওই নারী শিক্ষিকাকে হয়রানী করার লক্ষে নানাহ বিষয়ে একাধিক নোটিশ প্রদান করে।
এই বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ কাচপুরী সাথে আলাপকালে তিনি অভিযোগ এর বিষয়টি নিশ্চিত করেন এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে বলেও তিনি জানান।
ভুক্তোভুগির এর অভিযোগ এর বিষয়টি জানতে মাদ্রাসা সুপার এবিএম কবির হোসেন এর মোবাইলে একাধিক কল করলেও তিনি রিসিভ করেনি।
আরো দেখুন:You cannot copy content of this page