মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর এলাকা থেকে কার্টুনের মধ্য থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর এলাকায় সানমুন ডায়াগনষ্টিক সেন্টারের সামনে আলহেরা মডার্ন স্কুলের সংলগ্ন পেছনের গলিতে পরিত্যক্ত একটি ঔষধের কাটুন নিয়ে দুটি কুকুরে টানাটানি করছিলো।
এসময় বাজারের ব্যবসায়ীরা কুকুরকে তাড়িয়ে দেয়। পরে ছেড়া কাটুনের মধ্যে সদ্য ভুমিষ্ঠ একটি নবজাতকের মরদেহ দেখতে পায়। এসময় ব্যবসায়ীরা থানা পুলিশকে খবর দেয়।
ব্যবসায়ী মো: আলী আশরাফ ফাজু জানান, ডায়াগনস্টিক সেন্টারেরগলিতে পরিত্যক্ত একটি ঔষধের কাটুন নিয়ে কুকুর টানা হেচড়া করছে। তখন বাজারের ব্যবসায়ীরা কুকুর গুলোকে তাড়িয়ে দিয়ে ছেড়া কাটুনের মধ্যে একটি মৃত ভ্রুণ দেখতে পায়।
খবর পেয়ে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুল বাতেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে কার্টনে রক্ষিত মৃত ভ্রুণটি উদ্বার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বুড়িচং থানার ২য় কর্মকর্তা জানান, ধারনা করা হচ্ছে আশেপাশের কোন হসপিটালে বা ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ গর্ভপাত করে ভ্রণটিকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
মৃত ভ্রুণটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page