কুমিল্লার চৌদ্দগ্রামে রাজারমার দিঘী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা পুরুষের(৪৫) একটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের পরণে কোন পোশাক ছিল না। মঙ্গলবার দুপুরে কালিকাপুর ইউনিয়নের রাজার মার দিঘী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে ভাসমান লাশ দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।

রাজার মার দিঘীর পাহাড়াদার আবদুল মতিন ও হায়াতন্নবী সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ১০টায় মাছের খাদ্য বিতরণের জন্য দিঘীতে নামলে উত্তর-পূর্ব কোণে একটি লাশ ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক ইউপি সদস্যদেরকে জানালে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান লাশটি উদ্ধার শেষে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশটির মুখমন্ডল, কপাল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলেছে, মানসিক ভারসাম্যহীন লোকটি কয়েকদিন যাবৎ ওই এলাকায় ঘুরতে দেখা গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে’।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘এলাকায় পাগল হিসেবে পরিচিত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মারা গেছে, সেই রহস্য জানি না। সিআইডিকে খবর দেয়া হয়েছে-ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হবে’।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page