কুমিল্লায় কুপিয়ে যুবকের হাতের রগ কেটে দিল মাদক ব্যবসায়ী

নিউজ ডেস্ক।।
কুমিল্লা পুলিশের সোর্স সন্দেহে ধারালো অস্ত্রে কুপিয়ে এক যুবকের ডান হাতের রগ কেটে মারাত্মক রক্তাক্ত জখম করে মাদক ব্যবসায়ীরা।

আদর্শ সদরের ৫নং পাঁচথুবী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহপুর গোমতীর চরে সোমবার বেলা ১১টায় এঘটনা ঘটে। এব্যাপারে কোতয়ালী মডেল থানায় ১টি অভিযোগ দায়ের করেন ভিকটিমের ভাই আক্তার হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার পুত্র আনোয়ার(২৮) প্রতিদিনের মতো গরু চরানোর জন্য গোমতীর চরে যান।

সোমবার বেলা ১১টায় হঠাৎ একই গ্রামের মৃত নুরু মিয়ার পুত্র আনোয়ার (৩৮) ধারালো অস্ত্র নিয়ে এসে বলে-“তুই আমার মালের ইনফরমেশন দিয়ে ৮লাখ টাকার ক্ষতি করেচস, তুরে মেরে ফেলব বলে কুপ মারে ডান হাতের রগ কেটে দেয়। কাটা রক্তাক্ত জখম হাতে জীবন বাঁচাতে ভিকটিম আনোয়ার লাফ দিয়ে গোমতী নদীতে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। এঘটনায় আহত আনোয়ারের ভাই আক্তার মিয়া বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ১টি অভিযোগ দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা এস আই এয়ামিন সুমন জানান, অভিযোগ পেয়েছি এবিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এবিষয়ে অভিযুক্ত আনোয়ারের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায় নি, তার মোবাইল বন্ধ।

উল্লেখ্যঃ অভিযুক্ত আনোয়ার এর বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। সে শাহপুরের চিহ্নিত মাদক কারবারি, খুচরা এবং পাইকারি বিক্রেতা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page