কুমিল্লায় কেন্দ্রের বাইরে সংঘর্ষ; ৩ জন গুলিবিদ্ধ সহ আহত ৬

গোলাম কিবরিয়া।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে কেন্দ্রের বাইরে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ সহ অন্তত ছয় জন আহত হয়েছে।

জানা যায়, সকাল ১০ টায় কুমিল্লা নগরীর ১৯ নং ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশেই ঘোড়া প্রতীকের সমর্থিত জহিরুল আহমেদ ও তুহিন নামের দুই ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা।

এদিকে বেলা বারোটায় ১৯ নম্বর ওয়ার্ডের রাজাপাড়া এলাকায় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সুজন দুর্বৃত্তদের গুলিতে আহত হয়।

আহতদের প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এর মধ্যে গুরুতর আহত তুহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

এই ঘটনায় আহত জহির বলেন, ভোট ক্যাম্পের পাশে আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় কতিপয় সন্ত্রাসীরা তাকে গুলি করে।

এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, বিষয়গুলো জেনে প্রয়োজনী ব্যবস্থা করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page