কুমিল্লায় ছাত্রলীগ সভাপতিকে ১ লাখ টাকা জরিমানা; অনাদায়ে ২বছরের কারাদন্ড

মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে গোমতী নদী থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও ড্রেজার ব্যবসায়ী শফিকুল ইসলাম (তুহিন)কে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ২বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপার নেতৃত্বে রবিবার বিকেলে উপজেলার ধামঘর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও প্রায় ৮হাজার ফুট পাইপ পরিবহন সম্ভব না হওয়ায় বিনষ্ট করা হয়েছে। জরিমানার অর্থ নগদ পরিশোধ করায় কারাদন্ড থেকে রেহাই পায় এবং ভবিষ্যতে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করবে না মর্মে মুচলেকা দেয় শফিক তুহিন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, গোমতী নদী থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম (তুহিন)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী দন্ড প্রদান করা হয়েছে।

অবৈধ ড্রেজার নির্মূলে উপজেলার সর্বস্থানে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page