কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে হত্যা, যৌথ বাহিনীর অভিযানে ৮ জন গ্রেপ্তার

নেকবর হোসেন।।
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে সংঘটিত হত্যাকাণ্ডের জেরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, ৭ মার্চ রাত সাড়ে দশটার দিকে জমি নিয়ে বিরোধের এক পর্যায়ে কামাল উদ্দিন (৪৩) ক্রিকেট স্টাম্প দিয়ে আব্দুল মালেকের (৬৫) মাথায় আঘাত করেন। আহত অবস্থায় আব্দুল মালেককে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাত সাড়ে তিনটায় তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চৌদ্দগ্রামের কৃষ্ণপুর গ্রাম থেকে আটজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন কামাল উদ্দিন (৪৩), জয়নুল আবেদিন (৫২), তাহমিনা আক্তার (৩৫), শামসুন্নাহার (৪০), সফুরা খাতুন (৬৫), রোজিনা আক্তার (২২), শাহিদা বেগম (৫৫) ও হাসি (২০)।
সেনাবাহিনীর দ্রুত অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সাধারণ জনগণ নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন।

এলাকাবাসী সেনাবাহিনী ও পুলিশের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page