কুমিল্লায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আলমগীর হোসেন।।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমী কুমিল্লা। প্রায় ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেয় প্রতিযোগিতায়। প্রতিযোগিতার বিষয় ছিল একক অভিনয়, একক আবৃত্তি, শাস্ত্রীয় নৃত্য, সাধারণ নৃত্য, দেশাত্মবোধক গান, লোক সংগীত ও পঞ্চগীতী কবির গান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংস্কৃতিক সংগঠক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, সনাক কুমিল্লার সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু।

এসময় সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, জেলা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, নজরুল পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অশোক বড়ুয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি সাংবাদিক মোতাহের হোসেন মাহাবুবসহ বিচারকগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতার প্রতি বিষয় ও বিভাগে প্রথম স্থান অধিকারী প্রতিযোগীগণ জাতীয় প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page