০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে প্রথমবারের মতো সিরাত পাঠ প্রতিযোগিতা ও কনফারেন্স অনুষ্ঠিত কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ১ লাখ ৬৭ হাজার থেকে কমে ২ হাজার ৬০০ টাকা কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর যুবক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

কুমিল্লায় জিলাপিতে কাপড়ের রং; ৩০ হাজার টাকা জরিমানা

  • তারিখ : ০৯:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • 6

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় জিলাপীতে ক্ষ‌তিকারক কাপড়ের রং ব্যবহারের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর গোয়ালপ‌ট্টি এলাকায় এই তদারকি অভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় জিলাপীতে ক্ষ‌তিকারক রং ব‌্যবহার করায় মেসার্স বিস‌মিল্লাহ সুইটসকে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১৭ কে‌জি রং মি‌শ্রিত জিলাপী, ৩০ কেজি রং‌মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ করে ধ্বংস করা হ‌য়।

একই অভিযোগ রামকৃষ্ণ ভাণ্ডারকে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১০ কে‌জি রং মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

অভিযানে দু‌টি প্রতিষ্ঠা‌নের মা‌লিক স্বীকার করেন যে, ক্রেতাদের আকৃষ্ট করতে অল্প করে রং মেশান। চকবাজারের বি‌ভিন্ন দোকান থেকে অল্প দামে এগু‌লো কিনে আনেন। এখন থেকে আর
রং ব‌্যবহার করবেন না বলে অঙ্গীকার করেন। ‌

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচা‌লিত এ অভিযানে সিটি করপোরেশনের স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মোহাম্মদ মেছবাহ এবং জেলা পু‌লিশের এক‌টি দল উপ‌স্থিত থেকে সা‌র্বিক সহযো‌গিতা করেন।

আসন্ন রমজান মাসকে ঘিরে এ অভিযান আরো জোরদার করা হবে বলে জানান, কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলাম।

error: Content is protected !!

কুমিল্লায় জিলাপিতে কাপড়ের রং; ৩০ হাজার টাকা জরিমানা

তারিখ : ০৯:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় জিলাপীতে ক্ষ‌তিকারক কাপড়ের রং ব্যবহারের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর গোয়ালপ‌ট্টি এলাকায় এই তদারকি অভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় জিলাপীতে ক্ষ‌তিকারক রং ব‌্যবহার করায় মেসার্স বিস‌মিল্লাহ সুইটসকে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১৭ কে‌জি রং মি‌শ্রিত জিলাপী, ৩০ কেজি রং‌মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ করে ধ্বংস করা হ‌য়।

একই অভিযোগ রামকৃষ্ণ ভাণ্ডারকে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১০ কে‌জি রং মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

অভিযানে দু‌টি প্রতিষ্ঠা‌নের মা‌লিক স্বীকার করেন যে, ক্রেতাদের আকৃষ্ট করতে অল্প করে রং মেশান। চকবাজারের বি‌ভিন্ন দোকান থেকে অল্প দামে এগু‌লো কিনে আনেন। এখন থেকে আর
রং ব‌্যবহার করবেন না বলে অঙ্গীকার করেন। ‌

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচা‌লিত এ অভিযানে সিটি করপোরেশনের স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মোহাম্মদ মেছবাহ এবং জেলা পু‌লিশের এক‌টি দল উপ‌স্থিত থেকে সা‌র্বিক সহযো‌গিতা করেন।

আসন্ন রমজান মাসকে ঘিরে এ অভিযান আরো জোরদার করা হবে বলে জানান, কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলাম।