১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দাউদকান্দি মডেল থানার ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ মানবপাচারকারী আটক কুমিল্লায় তেলে ওজন কম; পেট্রোল পাম্পে অভিযান জরিমানা আদায় মাংস, দুধ ও মিষ্টি একই ফ্রিজে! কুমিল্লায় মোবাইল কোর্টে ৩ লাখ টাকার জরিমানা বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ বুড়িচংয়ে প্রয়াত আইনজীবী সোহাগের মৃত্যুবার্ষিকীকে গাছের চারা বিতরণ কুবিতে “লেবার মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ: ড্রিম ভার্সেস রিয়েলিটি” বিষয়ক ওয়ার্কশপ মুরাদনগরে জিয়া সাংস্কৃতিক সংগঠনের আহবায়ক কমিটি গঠন বিশ্ব ফটোগ্রাফি দিবসে কুমিল্লায় আলোচনা সভা

কুমিল্লায় জিলাপিতে কাপড়ের রং; ৩০ হাজার টাকা জরিমানা

  • তারিখ : ০৯:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • 1

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় জিলাপীতে ক্ষ‌তিকারক কাপড়ের রং ব্যবহারের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর গোয়ালপ‌ট্টি এলাকায় এই তদারকি অভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় জিলাপীতে ক্ষ‌তিকারক রং ব‌্যবহার করায় মেসার্স বিস‌মিল্লাহ সুইটসকে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১৭ কে‌জি রং মি‌শ্রিত জিলাপী, ৩০ কেজি রং‌মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ করে ধ্বংস করা হ‌য়।

একই অভিযোগ রামকৃষ্ণ ভাণ্ডারকে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১০ কে‌জি রং মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

অভিযানে দু‌টি প্রতিষ্ঠা‌নের মা‌লিক স্বীকার করেন যে, ক্রেতাদের আকৃষ্ট করতে অল্প করে রং মেশান। চকবাজারের বি‌ভিন্ন দোকান থেকে অল্প দামে এগু‌লো কিনে আনেন। এখন থেকে আর
রং ব‌্যবহার করবেন না বলে অঙ্গীকার করেন। ‌

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচা‌লিত এ অভিযানে সিটি করপোরেশনের স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মোহাম্মদ মেছবাহ এবং জেলা পু‌লিশের এক‌টি দল উপ‌স্থিত থেকে সা‌র্বিক সহযো‌গিতা করেন।

আসন্ন রমজান মাসকে ঘিরে এ অভিযান আরো জোরদার করা হবে বলে জানান, কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলাম।

কুমিল্লায় জিলাপিতে কাপড়ের রং; ৩০ হাজার টাকা জরিমানা

তারিখ : ০৯:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় জিলাপীতে ক্ষ‌তিকারক কাপড়ের রং ব্যবহারের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর গোয়ালপ‌ট্টি এলাকায় এই তদারকি অভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় জিলাপীতে ক্ষ‌তিকারক রং ব‌্যবহার করায় মেসার্স বিস‌মিল্লাহ সুইটসকে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১৭ কে‌জি রং মি‌শ্রিত জিলাপী, ৩০ কেজি রং‌মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ করে ধ্বংস করা হ‌য়।

একই অভিযোগ রামকৃষ্ণ ভাণ্ডারকে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১০ কে‌জি রং মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

অভিযানে দু‌টি প্রতিষ্ঠা‌নের মা‌লিক স্বীকার করেন যে, ক্রেতাদের আকৃষ্ট করতে অল্প করে রং মেশান। চকবাজারের বি‌ভিন্ন দোকান থেকে অল্প দামে এগু‌লো কিনে আনেন। এখন থেকে আর
রং ব‌্যবহার করবেন না বলে অঙ্গীকার করেন। ‌

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচা‌লিত এ অভিযানে সিটি করপোরেশনের স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মোহাম্মদ মেছবাহ এবং জেলা পু‌লিশের এক‌টি দল উপ‌স্থিত থেকে সা‌র্বিক সহযো‌গিতা করেন।

আসন্ন রমজান মাসকে ঘিরে এ অভিযান আরো জোরদার করা হবে বলে জানান, কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলাম।