০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কু‌মিল্লায় নকল চিপস ফ্যাক্ট‌রিতে অ‌ভিযান; ১ লক্ষ টাকা জ‌রিমানা

  • তারিখ : ১০:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • 22

আলমগীর হোসেন।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় মেসার্স র‌বি ফুড প্রোডাক্টস না‌মের এক‌টি প্রতিষ্ঠানকে নকল পন্য উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) এ অভিযান যৌথ উদ্যেগে পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা এবং বিএসটিআই কুমিল্লা।

বিএসটিআই কুমিল্লা’র উপ-পরিচালক ও অফিস প্রধান কে এম হানিফ জানান, মেসার্স র‌বি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি, বিএস‌টিআই থে‌কে তিন‌টি প‌ণ্যের লাই‌সেন্স নি‌য়ে প্রসিদ্ধ ব্রা‌ন্ডের আরও ৮টি পণ‌্য নকল ক‌রে মোড়কজাত ক‌রে বিক্রি কর‌ছে। নকল মোড়কজাতকৃত প‌ণ্যের ম‌ধ্যে হুবহু ব‌ম্বের সুইটস কোম্পা‌নির ম‌তো রিং চিপস, প‌টে‌টো চিপস ও লেইজার চিপস। একই সা‌থে প্রা‌ণ কোম্পা‌নির জি‌রোস চিপ‌সের আদ‌লে জোরস চিপস নাম দি‌য়ে ভোক্তা‌দের সা‌থে প্রতারণা কর‌ছে। ফ‌লে মিথ‌্যা বিজ্ঞাপন দি‌য়ে ভোক্তা‌দের সা‌থে প্রতারণা করায় ১ লক্ষ টাকা জ‌রিমানা করা হয় এবং নকল চিপ‌সের মোড়‌কের ৫‌টি রিল জব্দ ক‌রে পু‌ঁড়ি‌য়ে ধ্বংস করা হয়।

এছাড়াও জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ তদার‌কি অ‌ভিযা‌নে বিএসটিআই এর প‌রিদর্শক (‌মে‌ট্রোল‌জি) হা‌ফিজুর রহমান, জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন এবং জেলা পু‌লিশের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

error: Content is protected !!

কু‌মিল্লায় নকল চিপস ফ্যাক্ট‌রিতে অ‌ভিযান; ১ লক্ষ টাকা জ‌রিমানা

তারিখ : ১০:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

আলমগীর হোসেন।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় মেসার্স র‌বি ফুড প্রোডাক্টস না‌মের এক‌টি প্রতিষ্ঠানকে নকল পন্য উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) এ অভিযান যৌথ উদ্যেগে পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা এবং বিএসটিআই কুমিল্লা।

বিএসটিআই কুমিল্লা’র উপ-পরিচালক ও অফিস প্রধান কে এম হানিফ জানান, মেসার্স র‌বি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি, বিএস‌টিআই থে‌কে তিন‌টি প‌ণ্যের লাই‌সেন্স নি‌য়ে প্রসিদ্ধ ব্রা‌ন্ডের আরও ৮টি পণ‌্য নকল ক‌রে মোড়কজাত ক‌রে বিক্রি কর‌ছে। নকল মোড়কজাতকৃত প‌ণ্যের ম‌ধ্যে হুবহু ব‌ম্বের সুইটস কোম্পা‌নির ম‌তো রিং চিপস, প‌টে‌টো চিপস ও লেইজার চিপস। একই সা‌থে প্রা‌ণ কোম্পা‌নির জি‌রোস চিপ‌সের আদ‌লে জোরস চিপস নাম দি‌য়ে ভোক্তা‌দের সা‌থে প্রতারণা কর‌ছে। ফ‌লে মিথ‌্যা বিজ্ঞাপন দি‌য়ে ভোক্তা‌দের সা‌থে প্রতারণা করায় ১ লক্ষ টাকা জ‌রিমানা করা হয় এবং নকল চিপ‌সের মোড়‌কের ৫‌টি রিল জব্দ ক‌রে পু‌ঁড়ি‌য়ে ধ্বংস করা হয়।

এছাড়াও জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ তদার‌কি অ‌ভিযা‌নে বিএসটিআই এর প‌রিদর্শক (‌মে‌ট্রোল‌জি) হা‌ফিজুর রহমান, জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন এবং জেলা পু‌লিশের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।