কুমিল্লায় নদীর পাড়ের মাটি কাটায় লাখ টাকা জরিমানা

তিতাস প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে গোমতী নদীর পাড়ের মাটি কেটে নেওয়ার অপরাধে এম এম বি নামের একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এই জরিমানার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক উর রহমান। তিনি বলেন, ‘নদীর পাড়ের মাটি কাটা ও ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আজ দড়িকান্দিতে গোমতী নদীর পাড়ে অভিযান পরিচালনা করে এম এম বি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছি।’

সহকারী কমিশনার আরও বলেন, ‘গোমতী নদীর তীর এলাকায় প্রতিটি ইটভাটার মালিককে সতর্ক করে দিয়েছি, যাতে কেউ নদীর পাড়ের মাটি না কাটেন।’

এর আগে বিভিন্ন গণমাধ্যমে ‘গোমতীর পাড়ের মাটি যাচ্ছে ইটভাটায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেন। দ্রুত সময়ে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page