কুমিল্লায় নানা বাড়িতে বেড়াতে এসে নৌকা ডুবিতে ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্ক।।
কুমিল্লায় নানা বাড়িতে বেড়াতে এসে নৌকা ডুবিতে ভাই-বোন মৃত্যুবরণ করেছেন। তারা ঢাকা থেকে কুমিল্লা নানা বাড়িতে এসে নৌকা ডুবিতে মারা যায়।

শুক্রবার বেলা ১১ টায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিডডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ঢাকায় বসবাসকারী আনিসুর রহমানের ছেলে তানভীর রহমান (১৬) ও একমাত্র কন্যা সন্তান মেডিকেল পড়ুয়া ছাত্রী অরণ্য আক্তার অনামিকা (২০)।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল আনুমানিক ১১ টায় শখ করে আনিসুর রহমানের ছেলে তানভীর রহমান ও মেয়ে অরন্যা আক্তার মামাতো ভাইদেরকে সাথে নিয়ে মোট ৬ জন খাটরা গ্রাম সংলগ্ন ডাকাতিয়া নদীতে ঘুরতে যায়।

ওই সময় প্রবল বাতাসের কারনে নৌকা উল্টে নদীতে ডুবে যায়। সাতার কেটে অন্যরা তীরে উঠতে পারলেও তারা ভাই ডুবে যায়।

পরে গ্রামবাসীর দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার পরে ভাই তানভীর রহমান (১৬) মৃত অবস্থায় ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করা হয়, আর বোন মেডিকেল পড়ুয়া ছাত্রী অরুন্যা আখতার কে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের লোক ও ডুবুরি সহ উদ্ধার করে।

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কারও কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দুটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page