কুমিল্লায় প্রতিপক্ষকে ফাঁসাতেই প্রতিবন্ধী ভাতিজাকে হত্যা করেন চাচা

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন ভাতিজাকে শ্বাসরোধে হত্যার পর ডাকাতির নাটক সাজানোর অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৩৮)।

রোববার সকালে বাড়ির পাশে বেগুনক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

রফিকুল উপজেলার আবিদপুর উত্তরপাড়া পাটোয়ারীবাড়ির হাবু মিয়ার ছেলে। এ ঘটনায় রোববার বিকেলে তাঁর চাচা মফিজুল ইসলামকে গ্রেপ্তারের পর তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, চাচা মফিজুল ইসলামই রফিকুলের মৃত্যু নিয়ে ডাকাতির ঘটনা প্রচার করেন। সন্দেহ হলে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে টাকা নিয়ে বিরোধ চলছিল। তাকে ফাঁসাতেই ডাকাতির নাটক সাজানো হয়। মফিজুল বলেছেন, ছাগল বাঁধার দড়ি দিয়ে শ্বাসরোধ করে রফিকুলকে হত্যার পর লাশ বেগুনক্ষেতে ফেলে আসা হয়।

সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে। এ হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কিনা, জানতে তদন্ত করা হবে বলে জানান ওসি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page