০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ কুমিল্লার মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় স্কুল শেষে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ‎ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই যুবক, ৪ কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লায় প্রেম করার অপরাধে কিশোরকে পায়ুপথে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ

  • তারিখ : ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • 14

মাহফুজ নান্টু, কুমিল্লা।
প্রেম করার অপরাধে এক কিশোকে পায়ুপথে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গেলো শুক্রবার (২৮ জুলাই) রাতে তাকে ডেকে নেয়ার পর রক্তাক্ত অবস্থায় সে ফিরে আসে। পরে সোমবার (৩১ জুলাই) মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। বিকেলে তার লাশ বাড়িতে আনা হয়। এদিকে ঘটনার পর থেকে পলাতক প্রেমিকার পরিবারের সদস্যরা।

নিহত কিশোরের নাম ফয়সাল। সে কুমিল্লা নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের নবগ্রাম এলাকার বাসিন্দা চারু মিয়ার ছেলে।

নিহত ফয়সালের মা রোকেয়া জানান, আমার ছেলের অপরাধ সে কেন প্রেম করেছে! তাকে ডেকে নিয়ে যায় । আমিও তাকে যেতে দেই। কিছুক্ষণ পর আমার ছেলে রক্তাক্ত অবস্থায় খুড়িয়ে খুড়িয়ে বাড়িতে এসে লুটিয়ে পড়ে। পরে সে বলে তার পায়ুপথে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় নিতে বলেন। ঢাকায় ২ দিন থাকার পর রাতে আমার ছেলে মারা যায়। আমার ছেলেকে যারা মেরেছে তাদের নাম বলে গেছে। আমি আমার ছেলেদের খুনিদের বিচার চাই।

নিহতের খালা জাহানারা বলেন, বৃহস্পতিবার সমস্যার সমাধান হয়েছে। শুক্রবার রাতে তাকে ডেকে নিয়ে ঘরের পাশে ছুরিকাঘাত করেছে। ঘর থেকে ৩০ সেকেন্ড দূরে তাকে ফেলে রেখে চলে গেছে। এ ঘটনার পর থেকে মেয়ে আর মেয়ের পরিবারের কেউ বাড়িতে নেই । তারা তালা মেরে পালিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্তরা ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার কথা শুনেছি। ছেলে মারা যাওয়ার আগে বলে গেছেন কে কে জড়িত। আমরা এঘটনায় জড়িতদের বিচার চাই।

অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) সুপার মো. কামরান হোসেন বলেন, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। ঘটনা সত্যি হলে লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের আইনের আওয়াতায় আনা হবে।

error: Content is protected !!

কুমিল্লায় প্রেম করার অপরাধে কিশোরকে পায়ুপথে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ

তারিখ : ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

মাহফুজ নান্টু, কুমিল্লা।
প্রেম করার অপরাধে এক কিশোকে পায়ুপথে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গেলো শুক্রবার (২৮ জুলাই) রাতে তাকে ডেকে নেয়ার পর রক্তাক্ত অবস্থায় সে ফিরে আসে। পরে সোমবার (৩১ জুলাই) মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। বিকেলে তার লাশ বাড়িতে আনা হয়। এদিকে ঘটনার পর থেকে পলাতক প্রেমিকার পরিবারের সদস্যরা।

নিহত কিশোরের নাম ফয়সাল। সে কুমিল্লা নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের নবগ্রাম এলাকার বাসিন্দা চারু মিয়ার ছেলে।

নিহত ফয়সালের মা রোকেয়া জানান, আমার ছেলের অপরাধ সে কেন প্রেম করেছে! তাকে ডেকে নিয়ে যায় । আমিও তাকে যেতে দেই। কিছুক্ষণ পর আমার ছেলে রক্তাক্ত অবস্থায় খুড়িয়ে খুড়িয়ে বাড়িতে এসে লুটিয়ে পড়ে। পরে সে বলে তার পায়ুপথে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় নিতে বলেন। ঢাকায় ২ দিন থাকার পর রাতে আমার ছেলে মারা যায়। আমার ছেলেকে যারা মেরেছে তাদের নাম বলে গেছে। আমি আমার ছেলেদের খুনিদের বিচার চাই।

নিহতের খালা জাহানারা বলেন, বৃহস্পতিবার সমস্যার সমাধান হয়েছে। শুক্রবার রাতে তাকে ডেকে নিয়ে ঘরের পাশে ছুরিকাঘাত করেছে। ঘর থেকে ৩০ সেকেন্ড দূরে তাকে ফেলে রেখে চলে গেছে। এ ঘটনার পর থেকে মেয়ে আর মেয়ের পরিবারের কেউ বাড়িতে নেই । তারা তালা মেরে পালিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্তরা ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার কথা শুনেছি। ছেলে মারা যাওয়ার আগে বলে গেছেন কে কে জড়িত। আমরা এঘটনায় জড়িতদের বিচার চাই।

অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) সুপার মো. কামরান হোসেন বলেন, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। ঘটনা সত্যি হলে লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের আইনের আওয়াতায় আনা হবে।