মাহফুজ নান্টু, কুমিল্লা।
প্রেম করার অপরাধে এক কিশোকে পায়ুপথে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গেলো শুক্রবার (২৮ জুলাই) রাতে তাকে ডেকে নেয়ার পর রক্তাক্ত অবস্থায় সে ফিরে আসে। পরে সোমবার (৩১ জুলাই) মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। বিকেলে তার লাশ বাড়িতে আনা হয়। এদিকে ঘটনার পর থেকে পলাতক প্রেমিকার পরিবারের সদস্যরা।
নিহত কিশোরের নাম ফয়সাল। সে কুমিল্লা নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের নবগ্রাম এলাকার বাসিন্দা চারু মিয়ার ছেলে।
নিহত ফয়সালের মা রোকেয়া জানান, আমার ছেলের অপরাধ সে কেন প্রেম করেছে! তাকে ডেকে নিয়ে যায় । আমিও তাকে যেতে দেই। কিছুক্ষণ পর আমার ছেলে রক্তাক্ত অবস্থায় খুড়িয়ে খুড়িয়ে বাড়িতে এসে লুটিয়ে পড়ে। পরে সে বলে তার পায়ুপথে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় নিতে বলেন। ঢাকায় ২ দিন থাকার পর রাতে আমার ছেলে মারা যায়। আমার ছেলেকে যারা মেরেছে তাদের নাম বলে গেছে। আমি আমার ছেলেদের খুনিদের বিচার চাই।
নিহতের খালা জাহানারা বলেন, বৃহস্পতিবার সমস্যার সমাধান হয়েছে। শুক্রবার রাতে তাকে ডেকে নিয়ে ঘরের পাশে ছুরিকাঘাত করেছে। ঘর থেকে ৩০ সেকেন্ড দূরে তাকে ফেলে রেখে চলে গেছে। এ ঘটনার পর থেকে মেয়ে আর মেয়ের পরিবারের কেউ বাড়িতে নেই । তারা তালা মেরে পালিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্তরা ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার কথা শুনেছি। ছেলে মারা যাওয়ার আগে বলে গেছেন কে কে জড়িত। আমরা এঘটনায় জড়িতদের বিচার চাই।
অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) সুপার মো. কামরান হোসেন বলেন, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। ঘটনা সত্যি হলে লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের আইনের আওয়াতায় আনা হবে।
আরো দেখুন:You cannot copy content of this page