কুমিল্লায় বাস চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

মোঃ জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার ময়নামতি সেনানীবাস এলাকায় যাত্রীবাহী বাস চাপায় আবদুল্লা নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। সে চান্দিনা ফাওই মাদ্রাসার ছাত্র ছিলো।

রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় সেনানীবাস সংলগ্ন নাজিরা বাজার এলাকায় ঢাকা মুখি লেনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ চান্দিনা উপজেলার বারের গ্রামের আক্তার হোসেনের ছেলে। সে নাজিরা বাজার এলাকায় নানার বাড়ীতে বেড়াতে এসেছিলো।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এস আই) শরিফ উদ্দিন জানান, কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জগামী সততা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার পুর্বক দুর্ঘটনা কবলিত বাসটিকে জব্দ করেছে। বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page