০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত কুমিল্লার মুরাদনগরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার অবৈধভাবে মাটি কাটায় চৌদ্দগ্রামে ড্রাম ট্রাক ও স্কেভেটর জব্দ; মামলা দায়ের কুমিল্লায় গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন বর্ণিল আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু ‘ফিন ফেস্ট-২০২৬’ বুড়িচংয়ে বিভিন্ন ঔষধ দোকানে অভিযান; ২৭ হাজার টাকা জরিমানা কুমিল্লা আলিফ ও সততা হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতির কুমিল্লায় যাত্রাবিরতি বুড়িচংয়ে খেলার মাঠ দখল করে নির্মাণসামগ্রীর হাট; নেপথ্যে কারা?

কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

  • তারিখ : ০৫:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • 172

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালক আলাউদ্দিন (৩৫)-এর সন্ধান মিলেছে। তবে জীবন্ত নয়, তিনি অর্ধগলিত লাশ হিসেবে পরিবারের কাছে ফিরেছেন। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমেছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ মুরাদনগর উপজেলার ৪নং পূর্বধৈর ইউনিয়নের খোশঘর গ্রামের গণকবর সংলগ্ন এবং দেবিদ্বার উপজেলার বড়শালঘর এলাকার একটি খাল থেকে কচুরিপানার মধ্যে ভাসমান লাশ উদ্ধার করে।

পরে পরিবারের সদস্যরা এটি নিখোঁজ আলাউদ্দিনের লাশ হিসেবে শনাক্ত করেন।

নিহত আলাউদ্দিন দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে।

তিনি ১ জানুয়ারি সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন তিনি ফুলতলী গ্রামের এক মেকারের কাছে অটোরিকশা মেরামত করাতে যান।

মেরামতের কাজ শেষ না হওয়ায় পরদিন আবার কাজ করার জন্য মেকারকে ঠিক করে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন (২ জানুয়ারি) তার স্ত্রী রাজিয়া আক্তার দেবীদ্বার থানায় নিখোঁজ ডায়েরি করেন।

বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, খালের কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিখোঁজ আলাউদ্দিনকে উদ্ধারে পুলিশ তৎপর ছিল। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে কিছুটা লোকেশন পাওয়া গেলেও পরে ফোন বন্ধ থাকায় সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতের পিতা সুলতান আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি এক অচল মানুষ।

নিহতের স্ত্রী রাজিয়া আক্তার বললেন, ‘আমি তিনটি ছোট বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াব? আমাদের ভবিষ্যৎ কী হবে? থানায় জিডি করেছি, কিন্তু পুলিশের তৎপরতা তেমন দেখি না।’

error: Content is protected !!

কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

তারিখ : ০৫:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালক আলাউদ্দিন (৩৫)-এর সন্ধান মিলেছে। তবে জীবন্ত নয়, তিনি অর্ধগলিত লাশ হিসেবে পরিবারের কাছে ফিরেছেন। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমেছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ মুরাদনগর উপজেলার ৪নং পূর্বধৈর ইউনিয়নের খোশঘর গ্রামের গণকবর সংলগ্ন এবং দেবিদ্বার উপজেলার বড়শালঘর এলাকার একটি খাল থেকে কচুরিপানার মধ্যে ভাসমান লাশ উদ্ধার করে।

পরে পরিবারের সদস্যরা এটি নিখোঁজ আলাউদ্দিনের লাশ হিসেবে শনাক্ত করেন।

নিহত আলাউদ্দিন দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে।

তিনি ১ জানুয়ারি সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন তিনি ফুলতলী গ্রামের এক মেকারের কাছে অটোরিকশা মেরামত করাতে যান।

মেরামতের কাজ শেষ না হওয়ায় পরদিন আবার কাজ করার জন্য মেকারকে ঠিক করে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন (২ জানুয়ারি) তার স্ত্রী রাজিয়া আক্তার দেবীদ্বার থানায় নিখোঁজ ডায়েরি করেন।

বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, খালের কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিখোঁজ আলাউদ্দিনকে উদ্ধারে পুলিশ তৎপর ছিল। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে কিছুটা লোকেশন পাওয়া গেলেও পরে ফোন বন্ধ থাকায় সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতের পিতা সুলতান আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি এক অচল মানুষ।

নিহতের স্ত্রী রাজিয়া আক্তার বললেন, ‘আমি তিনটি ছোট বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াব? আমাদের ভবিষ্যৎ কী হবে? থানায় জিডি করেছি, কিন্তু পুলিশের তৎপরতা তেমন দেখি না।’