
মোঃ জহিরুল হক বাবু।।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে কুমিল্লায় বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি র বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীর সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন।
আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাদুল বারী আবু, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুসহ আরো অনেকে।