কুমিল্লায় বিদেশী পিস্তল গুলিসহ তিন যুবক গ্রেফতার

জহিরুল হক বাবু।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া ভোলানগর এলাকায় পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল একটি ম্যাগজিন ও ২ রাউন্ডগুলিসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার মামলা দায়ের শেষে তিন যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নাজমুল হাসান।

গ্রেফতারকৃতরা হলো কুমিলা সদর উপজেলার আড়াইওড়া এলাকার মোঃ মোজাম্মেল হোসেন (২৯), বুড়িচং উপজেলার মোকাম এলাকার ওমর ফারুক (৩২) ও একই এলাকার শাহপরান সোহাগ (৩০) ।

পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান জানান, বুধবার গভীর রাতে আড়াইওড়া ভোলানগর এলাকায় গোপন সংবাদ পেয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশী শুরু করে। এ সময় একটি মোটরসাইকেলে তিন যুবক পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে তল্লাশী করে।

এ সময় তাদের দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page