০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খাজা গরীব এ নেওয়াজ (রঃ) এর জন্মদিন উপলক্ষে মুরাদনগরে ওয়াজ ও দোয়া মাহফিল মুক্ত চিন্তার শুদ্ধ প্রকাশে নিরন্তর-কুমিল্লায় ধ্বনি আবৃত্তির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক কুমিল্লায় জলাতংক বিস্তার রোধে বিড়াল-কুকুরের বিনামূল্যে চেকাপ ও ভেক্সিন ক্যাম্প চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী; স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে মিলনমেলা কুমিল্লায় ঢাকাগামী বিএনপির নেতাকর্মীদের বাস দুর্ঘটনা, আহত ৩২ কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বুড়িচংয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুজন গ্রেপ্তার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লার হোমনায় পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

কুমিল্লায় বিষপানে এক ইউপি সদস্যের মৃত্যু

  • তারিখ : ১১:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • 61

নিউজ ডেস্ক।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিষপানে শাহজাহান শাহীন (৫৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১৩) ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহজাহান শাহীন উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের শ্রীপুর গ্রাম মসজিদ বাড়ির মৃত মো. নুরুল ইসলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশের খোলা জায়গায় বিষপান করে নিজ ঘরে এসে অসুস্থ হয়ে পড়েন শাহজাহান শাহীন। পরে তাকে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি। রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এ বিষয়ে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, শাহীন মেম্বার বিষপান করে আত্মহত্যা করেছেন। তিনি ঠিক কী কারণে বিষপান করেছেন নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে তিনি তিনটি বিয়ে করেছেন। তার তিন স্ত্রী নিয়েই সংসার চলছিল। দুই স্ত্রী তার বাড়িতে অপরজন রয়েছেন ঢাকায়। কারও সঙ্গে ছাড়াছাড়ি হয়নি। হতে পারে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন। সত্যটা আল্লাহ পাক ভালো জানেন।

মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, ইউপি সদস্যের মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

error: Content is protected !!

কুমিল্লায় বিষপানে এক ইউপি সদস্যের মৃত্যু

তারিখ : ১১:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩

নিউজ ডেস্ক।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিষপানে শাহজাহান শাহীন (৫৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১৩) ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহজাহান শাহীন উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের শ্রীপুর গ্রাম মসজিদ বাড়ির মৃত মো. নুরুল ইসলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশের খোলা জায়গায় বিষপান করে নিজ ঘরে এসে অসুস্থ হয়ে পড়েন শাহজাহান শাহীন। পরে তাকে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি। রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এ বিষয়ে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, শাহীন মেম্বার বিষপান করে আত্মহত্যা করেছেন। তিনি ঠিক কী কারণে বিষপান করেছেন নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে তিনি তিনটি বিয়ে করেছেন। তার তিন স্ত্রী নিয়েই সংসার চলছিল। দুই স্ত্রী তার বাড়িতে অপরজন রয়েছেন ঢাকায়। কারও সঙ্গে ছাড়াছাড়ি হয়নি। হতে পারে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন। সত্যটা আল্লাহ পাক ভালো জানেন।

মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, ইউপি সদস্যের মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।