০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার অবৈধভাবে মাটি কাটায় চৌদ্দগ্রামে ড্রাম ট্রাক ও স্কেভেটর জব্দ; মামলা দায়ের কুমিল্লায় গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন বর্ণিল আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু ‘ফিন ফেস্ট-২০২৬’ বুড়িচংয়ে বিভিন্ন ঔষধ দোকানে অভিযান; ২৭ হাজার টাকা জরিমানা কুমিল্লা আলিফ ও সততা হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতির কুমিল্লায় যাত্রাবিরতি বুড়িচংয়ে খেলার মাঠ দখল করে নির্মাণসামগ্রীর হাট; নেপথ্যে কারা? কুমিল্লায় কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানা চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে গাঁজা সহ চিহিৃত মাদক কারবারি আটক

কুমিল্লায় মাদক সেবন ও কলেজছাত্রীদের উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

  • তারিখ : ০৯:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • 60

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন ও কলেজছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মাধবপুর আলহাজ মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের সামনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদ। ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করে।

সাজাপ্রাপ্ত যুবকের নাম মো. ইয়াসিন খন্দকার (২৪)। তিনি কসবা উপজেলার ঘাববাড়ি গ্রামের মো. লিটন খন্দকারের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ জানান, মো. ইয়াসিন খন্দকার উপজেলার মাধবপুর আলহাজ আবু জাহের ফাউন্ডেশন কলেজের সামনে মাদক সেবন করে একাধিক কলেজছাত্রীকে ইভটিজিং করে। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ওই যুবককে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ইভটিজিং ও মাদকাসক্ত হয়ে জনশান্তি বিনষ্ট করায় এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

error: Content is protected !!

কুমিল্লায় মাদক সেবন ও কলেজছাত্রীদের উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

তারিখ : ০৯:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন ও কলেজছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মাধবপুর আলহাজ মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের সামনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদ। ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করে।

সাজাপ্রাপ্ত যুবকের নাম মো. ইয়াসিন খন্দকার (২৪)। তিনি কসবা উপজেলার ঘাববাড়ি গ্রামের মো. লিটন খন্দকারের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ জানান, মো. ইয়াসিন খন্দকার উপজেলার মাধবপুর আলহাজ আবু জাহের ফাউন্ডেশন কলেজের সামনে মাদক সেবন করে একাধিক কলেজছাত্রীকে ইভটিজিং করে। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ওই যুবককে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ইভটিজিং ও মাদকাসক্ত হয়ে জনশান্তি বিনষ্ট করায় এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।