১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ঢাকাগামী বিএনপির নেতাকর্মীদের বাস দুর্ঘটনা, আহত ৩২ কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বুড়িচংয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুজন গ্রেপ্তার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লার হোমনায় পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় সেই আরশাদুলের শিক্ষার অধিকার নিশ্চিতে এগিয়ে এলেন ব্রাহ্মণপাড়া’র ইউএনও চৌদ্দগ্রামে নির্বাচনে জোটপ্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ জামায়াত-ইসলামী আন্দোলন কুমিল্লায় রাতের আঁধারে শত শত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা কুমিল্লায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন; প্রেমের বিয়ের দুই বছর পর যৌতুকের বলি তানজিনা

কুমিল্লায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় শিক্ষা কর্মকর্তা নিহত

  • তারিখ : ১১:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • 68

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এ বি এম সলিমুল্লাহ নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সলিমুল্লাহ ওই এলাকার বাসিন্দা।

এই ঘটনার একটি সিসি টিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সড়কের একপাশে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিলেন সলিমুল্লাহ। একটি বাস দেখে তিনি সড়কের একপাশ থেকে হাত উচিয়ে বাসকে থামার ইঙ্গিত দিয়ে দৌড় দেন। এ সময় আরেকটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা সলিমুল্লাহকে উদ্ধার করে নগরীর কয়েকটি হাসপাতলে নিয়ে গেলেও সড়ক গুরুতর আহত বলে কোথাও চিকিৎসা পাননি। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। পরে ঢাকায় নেওয়ার পথে রাধানীর মাতুয়াইল এলাকায় মারা যান তিনি।

নিহত অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার ছোট ছেলে মেহেদী হাসান জানান, তার বাবা অবসরে থাকলেও চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিল। তিনি আজ একটি কাজে সকালে চান্দিনায় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। তারপর বাসের ধাক্কায় মারা যান।

দুপুরে নোয়াপাড়ায় প্রথম জানাজা এবং বিকেলে চান্দিনায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থান সলিমুল্লাহর মরদেহ দাফন করা হয়।

error: Content is protected !!

কুমিল্লায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় শিক্ষা কর্মকর্তা নিহত

তারিখ : ১১:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এ বি এম সলিমুল্লাহ নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সলিমুল্লাহ ওই এলাকার বাসিন্দা।

এই ঘটনার একটি সিসি টিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সড়কের একপাশে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিলেন সলিমুল্লাহ। একটি বাস দেখে তিনি সড়কের একপাশ থেকে হাত উচিয়ে বাসকে থামার ইঙ্গিত দিয়ে দৌড় দেন। এ সময় আরেকটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা সলিমুল্লাহকে উদ্ধার করে নগরীর কয়েকটি হাসপাতলে নিয়ে গেলেও সড়ক গুরুতর আহত বলে কোথাও চিকিৎসা পাননি। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। পরে ঢাকায় নেওয়ার পথে রাধানীর মাতুয়াইল এলাকায় মারা যান তিনি।

নিহত অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার ছোট ছেলে মেহেদী হাসান জানান, তার বাবা অবসরে থাকলেও চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিল। তিনি আজ একটি কাজে সকালে চান্দিনায় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। তারপর বাসের ধাক্কায় মারা যান।

দুপুরে নোয়াপাড়ায় প্রথম জানাজা এবং বিকেলে চান্দিনায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থান সলিমুল্লাহর মরদেহ দাফন করা হয়।