কুমিল্লায় ১০ দিনব্যাপী ৩য় কুমিল্লা চারুকলা প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ

আলমগীর হোসেন।।
জেলা শিল্পকলা একাডেমী কুমিল্লা ও পথিকৃত কুমিল্লা চারুশিল্পী পরিষদের আয়োজনে ১০ দিনব্যাপী ৩য় কুমিল্লা চারুকলা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৬ মে) বিকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সারাদেশের ৮২ জন চারুশিল্পী ও ১১০ জন শিশু শিল্পীর প্রায় ৪০০ শতাধিক শিল্পকর্ম প্রদর্শিত হয় বর্ণাঢ্য এ প্রদর্শনীতে।

অনুষ্ঠান শুরুতে সদ্য প্রয়াত শিল্পী মুজিবুর রহমান রিপনের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম রোকেয়া পদক প্রাপ্ত বিশিষ্ট নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা পাপরী বসু।

কুমিল্লা আর্ট স্কুলে এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান শাহরিয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিন ড. আলী হোসেন চৌধুরী, দেশের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ও নাট্যকার উত্তর গুহ, পথিকৃত কুমিল্লা চারুশিল্পীর সভাপতি চন্দন দেব রায়, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, পথিকৃত কুমিল্লা চারুশিল্পীর সহ-সভাপতি শক্তি কাম সিমহা।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেনপথিকৃত কুমিল্লা চারুশিল্পীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ১০ শিল্পী ও ১২ জন চারু শিল্পীকে ক্রেষ্ট ও সার্টিফিকেট হাতে তুলে দেন অতিথিরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page