কুমিল্লায় ১ এমপিসহ ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

নিউজ ডেস্ক।।
কুমিল্লার ১১ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৯ প্রার্থী। রবিবার (১৭ ডিসেম্বর) কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে হাজির হয়ে আওয়ামী লীগের এক স্বতন্ত্র প্রার্থী, জাকের পার্টির পাঁচ প্রার্থী, কৃষক শ্রমিক জনতা লীগের একজন, তরিকত ফেডারেশনের দুই আসনের একজনসহ মোট নয় জন প্রত্যাহার করেছেন।

প্রত্যাহারপত্র জমা দিয়েছেন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাছিমুল আলম চৌধুরী নজরুল, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সাদিয়া সাবা, কুমিল্লা-১ (তিতাস-দাউদকান্দি) আসনের এটিএম ওবায়দুল হক, কুমিল্লা-২ আসনের আব্দুল লতিফ স্বপন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের মো. শহিদুল ইসলাম, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের শাহ আলম মোল্লা, কুমিল্লা- ৮ ও ৯ আসনের তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।

মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে কুমিল্লা-৫ আসনের ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম বলেন, ‘দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছি আমরা। এর বাইরে কিছু বলতে নিষেধ করেছে দল।’

কেন মনোনয়ন প্রত্যাহার করছেন এমন প্রশ্নে কোনও প্রার্থী উত্তর দেননি। উত্তর দিতে নিষেধ আছে বলে এড়িয়ে যান।

জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত কুমিল্লার ১১ আসনের বৈধ প্রার্থী ৮৮ জন। আজ নয় জন প্রত্যাহার করেছেন।’

তিনি আরও বলেন, ‘কুমিল্লার ১৭ উপজেলায় ২৬ জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন। ১১ আসনে ১১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page