০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নৌশিন-সাইফের নেতৃত্বে কুবির ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ কুমিল্লায় আবারও বিড়াল–কুকুরের বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভ্যাকসিন ক্যাম্প কুমিল্লায় মায়ের মৃত্যুর ৩য় দিনে কুলখানি শেষে মারা গেলেন একমাত্র ছেলে কুমিল্লায় সাড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত সর্দার নয়নসহ ৫ সদস্য আটক বুড়িচংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন মুরাদনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুবিতে নাট্যকার মুনীর চৌধুরী বিষয়ক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স শুরু লন্ডনে বাংলাদেশে সংসদে কেমন জনপ্রতিনিধি দেখতে চাই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দাউদকান্দিতে হামলায় আহত বিএনপি নেতা সোহেল মীরকে দেখতে গেলেন নেতৃবৃন্দ ১৭ বছর পর সু-দিন আসলেও কুমিল্লা-৬ আসনের বিএনপি নেতা-কর্মীদের মনে আনন্দ নেই

কুমিল্লায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

  • তারিখ : ০২:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • 39

নেকবর হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে ঘুমন্ত অবস্থায় সোহেল রানা (৩৫) নামে এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। বুধবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সোহেল রানাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী হাজেরা বেগমকে (৩২) আটক করেছে পুলিশ। সোহেল রানা রাধানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, দীর্ঘদিন ধরে দেবিদ্বারের সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামের সোহেলের সঙ্গে তার স্ত্রী হাজেরার কলহ চলছিল। সেই কলহের জের ধরে বুধবার দিবাগত রাতে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত সোহেল মিয়ার গোপনাঙ্গ কেটে দেন হাজেরা। এ সময় সোহেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্ত্রী হাজেরাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

ওসি আরও জানান, সোহেল-হাজেরা দম্পতির তিনটি সন্তান রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

error: Content is protected !!

কুমিল্লায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

তারিখ : ০২:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২

নেকবর হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে ঘুমন্ত অবস্থায় সোহেল রানা (৩৫) নামে এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। বুধবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সোহেল রানাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী হাজেরা বেগমকে (৩২) আটক করেছে পুলিশ। সোহেল রানা রাধানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, দীর্ঘদিন ধরে দেবিদ্বারের সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামের সোহেলের সঙ্গে তার স্ত্রী হাজেরার কলহ চলছিল। সেই কলহের জের ধরে বুধবার দিবাগত রাতে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত সোহেল মিয়ার গোপনাঙ্গ কেটে দেন হাজেরা। এ সময় সোহেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্ত্রী হাজেরাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

ওসি আরও জানান, সোহেল-হাজেরা দম্পতির তিনটি সন্তান রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।