কুমিল্লার তিতাসে নিখোঁজের এক দিন পর মিলল শিশুর মরদেহ

তিতাস প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে বন্যার পানিতে নিখোঁজের এক দিন পর পাওয়া গেছে হামিম হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ। নিহত হামিম উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর চকের বাড়ির হেলাল মিয়ার ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, হামিম হোসেন গত রবিবার (১ সেপ্টেম্বর) বাড়ির আঙিনায় খেলা করছিল। বিকেল ৩টার দিকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে এলাকাবাসীসহ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা টানা ৩ ঘণ্টা উদ্ধারচেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

এদিকে গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শিশুটির দেহ পানিতে ভেসে উঠলে প্রথমে নিহতের চাচা দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়।

শিশু হামিমের মৃতদেহের খোঁজ মেলার পর ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে এবং স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয় আকাশ-বাতাস। তার লাশ উদ্ধার করে রাতেই লাশ দাফন করা হয়।

তিতাস থানার ওসি মো. নামজুল আলম বলেন, ‘এ বিষয়ে আমাকে জানানো হয়েছে। নিহত শিশুর লাশ রাতেই দাফন করা হয়েছে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page