কুমিল্লা জেলা ক্রিকেটের নতুন কোচ জেমস

মাফুজ নান্টু, কুমিল্লা।
কুমিল্লা জেলার ক্রিকেট কোচ হলেন বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের সাবেক ক্যাপ্টেন হাবিব মোহাম্মদ মোবাল্লেখ জেমস। আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ ক্রিকেট বোডেরর্ চিঠিতে এ তথ্য জানা যায়।

হাবিব মোহাম্মদ মোবাল্লেখ জেমস ১৯৯৬ থেকে ২০১৬ পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন। এছাড়াও ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত চট্টগ্রাম বিভাগের প্রথম বিভাগ ক্রিকেটে নৈপূণ্যতা দেখিয়েছেন। ২০০১ সালে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্ট ফাউন্ডেশের হয়ে অনুর্ধ্ব ১৯ দলের নেতৃত্ব দেন। ওই টুর্নামেন্টে তার নেতৃত্বে সাউথ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ রানারআপ হন। জেমস ২০১২ সালে ক্রিকেট কোচিংয়ে লেভেল ওয়ান সম্পন্ন করেন।

নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতির বিষয়ে হাবিব মোহাম্মদ মোবাল্লেগ জেমস বলেন, নিশ্চয়ই আমার জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। নতুন এই দায়িত্বটিকে আমি চ্যালেঞ্জ হিসেবে দেখছি। কুমিল্লার বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে আমি কাজ করবো। আমার লক্ষ্য থাকবে যোগ্যতার মধ্য দিয়েই যেনবাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব ১৯ এবং জাতীয় দলে কুমিল্লার তরুণ ক্রিকেটাররা তাদের জায়গা করে নিতে পারে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page