০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুক্ত চিন্তার শুদ্ধ প্রকাশে নিরন্তর-কুমিল্লায় ধ্বনি আবৃত্তির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক কুমিল্লায় জলাতংক বিস্তার রোধে বিড়াল-কুকুরের বিনামূল্যে চেকাপ ও ভেক্সিন ক্যাম্প চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী; স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে মিলনমেলা কুমিল্লায় ঢাকাগামী বিএনপির নেতাকর্মীদের বাস দুর্ঘটনা, আহত ৩২ কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বুড়িচংয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুজন গ্রেপ্তার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লার হোমনায় পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয়

কুমিল্লার বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

  • তারিখ : ০৫:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • 83

জহিরুল হক বাবু।।
দাম বেশি রাখাসহ নানা অনিয়মের অভিযোগে কুমিল্লার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার নগরীর চকবাজারে এলাকায় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযানে ভাউচার প্রদর্শন করতে না পারা ও ইচ্ছেমতো দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে মেসার্স জয় ভান্ডারকে পাঁচ হাজার টাকা এবং বর্ধিত মূল্যে চাল বিক্রয় করায় মেসার্স এবি ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, তদারকি করা হয় অর্ধশত পাইকারি দোকান। এ ছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়। কমিটির সদস্যরা চকবাজারের চাল, পেঁয়াজ, রসুন, আদা, আলু, তেল, চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

অভিযানে সম্প্রতি গঠিত জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

কুমিল্লার বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

তারিখ : ০৫:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

জহিরুল হক বাবু।।
দাম বেশি রাখাসহ নানা অনিয়মের অভিযোগে কুমিল্লার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার নগরীর চকবাজারে এলাকায় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযানে ভাউচার প্রদর্শন করতে না পারা ও ইচ্ছেমতো দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে মেসার্স জয় ভান্ডারকে পাঁচ হাজার টাকা এবং বর্ধিত মূল্যে চাল বিক্রয় করায় মেসার্স এবি ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, তদারকি করা হয় অর্ধশত পাইকারি দোকান। এ ছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়। কমিটির সদস্যরা চকবাজারের চাল, পেঁয়াজ, রসুন, আদা, আলু, তেল, চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

অভিযানে সম্প্রতি গঠিত জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।