০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় হাজী ইয়াছিনের পক্ষে ৩১ দফা প্রচারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কুমিল্লার তিতাসে মাদককে লাল কার্ড প্রদর্শন ও আত্মহত্যা রোধে শিক্ষার্থীদের শপথ ২৭ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নির্বাচন   কুমিল্লায় সৌদি প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, বেঁধে রেখে লুটপাট ফ্যাসিস সরকার গত ১৫ বছর পরীক্ষার নামে উপহাস করেছে -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লায় বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা কুমিল্লায় বিড়াল-কুকুরের বিনামূল্যে চেকাপ ও রেবিস ভেক্সিন ক্যাম্প কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের চৌদ্দগ্রামে জামমুড়া-জামপুর যাকাত তহবিলের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ, মেশিন বিতরণ

কুমিল্লার বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

  • তারিখ : ০৫:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • 63

জহিরুল হক বাবু।।
দাম বেশি রাখাসহ নানা অনিয়মের অভিযোগে কুমিল্লার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার নগরীর চকবাজারে এলাকায় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযানে ভাউচার প্রদর্শন করতে না পারা ও ইচ্ছেমতো দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে মেসার্স জয় ভান্ডারকে পাঁচ হাজার টাকা এবং বর্ধিত মূল্যে চাল বিক্রয় করায় মেসার্স এবি ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, তদারকি করা হয় অর্ধশত পাইকারি দোকান। এ ছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়। কমিটির সদস্যরা চকবাজারের চাল, পেঁয়াজ, রসুন, আদা, আলু, তেল, চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

অভিযানে সম্প্রতি গঠিত জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

কুমিল্লার বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

তারিখ : ০৫:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

জহিরুল হক বাবু।।
দাম বেশি রাখাসহ নানা অনিয়মের অভিযোগে কুমিল্লার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার নগরীর চকবাজারে এলাকায় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযানে ভাউচার প্রদর্শন করতে না পারা ও ইচ্ছেমতো দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে মেসার্স জয় ভান্ডারকে পাঁচ হাজার টাকা এবং বর্ধিত মূল্যে চাল বিক্রয় করায় মেসার্স এবি ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, তদারকি করা হয় অর্ধশত পাইকারি দোকান। এ ছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়। কমিটির সদস্যরা চকবাজারের চাল, পেঁয়াজ, রসুন, আদা, আলু, তেল, চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

অভিযানে সম্প্রতি গঠিত জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।