জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে জুয়া খেলার অপরাধে ৩ যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে সাজাপ্রাপ্তদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।
ওসি জানান, টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে এমন খবরের বুড়িচং থানার আওতাধীন দেবপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলো, বুড়িচং উপজেলার বাজেবাহেরচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ইকবাল (৩৫), দেবিদ্বার উপজেলার ব্রাক্ষণখাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে মোঃ রাসেল (২৮) ও বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের আমির হোসেনের ছেলে ওমর ফারুক (২৫)।
ওসি আরও জানান, আরেকটি অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সাজা প্রাপ্ত আসামীর নাম মোঃ রিপন। সে বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের আব্দুল মালেক এর ছেলে।
সাজা প্রাপ্ত চার আসামীকে শুক্রবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page