কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মোঃ শরিফ খান আকাশ ।।
ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে রাফসান (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৯সেপ্টেম্বরসকালে সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া (দক্ষিণ পাড়া ) এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যু রাফসান ওই এলাকার সোহেল রানার ছেলে।

নিহতের স্বজনরা জানান, সকালে রাফসান বাড়ীর পাশের খেলার ছলে পুকুরে পরে যায়। পরে তারা রাফসানকে না দেখে তাকে খোঁজতে বের হয়। বিভিন্ন দিকে খোজাখুজি করে এক পর্যায়ে ওই পুকুরে গিয়ে তারা তাকে পানিতে ভাসতে দেখেন। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বলেন, শিশু রাফসান আমার আত্মীয় হয় সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পারে তার মৃত্যু হয়।তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই রাফসানের তাঁর মৃত্যু হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page