১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় জলাতংক বিস্তার রোধে পথ কুকুরকে রেবিস ভেক্সিন পুশ কুমিল্লা-৬ আসনের জনগণের আস্থার প্রতিদান দিতে চাই -হাজী ইয়াছিন চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন যুবদলের উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় ভুট্টাখেতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ অসুস্থ মেয়েকে নিয়ে বাঁচার যুদ্ধ -সহযোগিতা চান কুমিল্লার পারুল বেগম চৌদ্দগ্রামকে শান্তির জনপদ হিসেবে গড়তে ধানের শীষে ভোট দিন : কামরুল হুদা কুবির দত্ত হলের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলা ব্লকেড কুমিল্লা সিটি কর্পোরেশনের সব অফিস তামাকমুক্ত করা হবে- প্রশাসক শাহ আলম বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কুমিল্লায় জলাতংক বিস্তার রোধে পথ কুকুরকে রেবিস ভেক্সিন পুশ

  • তারিখ : ১০:২৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • 33

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ক্যাটস হোম বিড়ালের বাড়ি ও লিল পো ফাউন্ডেশন, কুমিল্লার আয়োজনে জলাতংকের মত মরনব্যাধি বিস্তার রোধে পথ কুকুরকে রেবিস ভেক্সিন পুশ করা হয়েছে।

শুক্রবার নগরীর কান্দিরপাড় নজরুল এভিনিউ এলাকায় রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার এ ভেক্সিন প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা রোটাঃ মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, লিল পো ফাউন্ডেশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা ডা. ফারহান ইশরাক উল্লাস ও কো-প্রতিষ্ঠতা শান্তা হায়দার, সদস্য ফাতেমা তুজজোহরা নিহা, সিদরাতুল মুনতাহা, আরাফাত মেহেদী অনুরাগ, স্বর্ণা সানভীসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, ভয়াবহ জলাতঙ্ক আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য । এ রোগ ছড়ায় জলাতঙ্ক আক্রান্ত কুকুর বিড়ালের মাধ্যমে। তাদের টিকার আওতায় আনতে পারলে এ রোগ বিস্তার রোধ হবে। জলাতঙ্ক বিস্তার রোধে পর্যায়ক্রমে নগরীর সকল পথ কুকুরকেকে ভেক্সিনের আওতায় আনা হবে। এ কাজে সহযোগিতা করার জন্য রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়াকে ধন্যবাদ জানিয়ে তারা এ কাজে এগিয়ে আসার জন্য সকলকে আহবান জানান।

error: Content is protected !!

কুমিল্লায় জলাতংক বিস্তার রোধে পথ কুকুরকে রেবিস ভেক্সিন পুশ

তারিখ : ১০:২৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ক্যাটস হোম বিড়ালের বাড়ি ও লিল পো ফাউন্ডেশন, কুমিল্লার আয়োজনে জলাতংকের মত মরনব্যাধি বিস্তার রোধে পথ কুকুরকে রেবিস ভেক্সিন পুশ করা হয়েছে।

শুক্রবার নগরীর কান্দিরপাড় নজরুল এভিনিউ এলাকায় রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার এ ভেক্সিন প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা রোটাঃ মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, লিল পো ফাউন্ডেশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা ডা. ফারহান ইশরাক উল্লাস ও কো-প্রতিষ্ঠতা শান্তা হায়দার, সদস্য ফাতেমা তুজজোহরা নিহা, সিদরাতুল মুনতাহা, আরাফাত মেহেদী অনুরাগ, স্বর্ণা সানভীসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, ভয়াবহ জলাতঙ্ক আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য । এ রোগ ছড়ায় জলাতঙ্ক আক্রান্ত কুকুর বিড়ালের মাধ্যমে। তাদের টিকার আওতায় আনতে পারলে এ রোগ বিস্তার রোধ হবে। জলাতঙ্ক বিস্তার রোধে পর্যায়ক্রমে নগরীর সকল পথ কুকুরকেকে ভেক্সিনের আওতায় আনা হবে। এ কাজে সহযোগিতা করার জন্য রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়াকে ধন্যবাদ জানিয়ে তারা এ কাজে এগিয়ে আসার জন্য সকলকে আহবান জানান।