স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ক্যাটস হোম বিড়ালের বাড়ি ও লিল পো ফাউন্ডেশন, কুমিল্লার আয়োজনে জলাতংকের মত মরনব্যাধি বিস্তার রোধে পথ কুকুরকে রেবিস ভেক্সিন পুশ করা হয়েছে।
শুক্রবার নগরীর কান্দিরপাড় নজরুল এভিনিউ এলাকায় রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার এ ভেক্সিন প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা রোটাঃ মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, লিল পো ফাউন্ডেশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা ডা. ফারহান ইশরাক উল্লাস ও কো-প্রতিষ্ঠতা শান্তা হায়দার, সদস্য ফাতেমা তুজজোহরা নিহা, সিদরাতুল মুনতাহা, আরাফাত মেহেদী অনুরাগ, স্বর্ণা সানভীসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, ভয়াবহ জলাতঙ্ক আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য । এ রোগ ছড়ায় জলাতঙ্ক আক্রান্ত কুকুর বিড়ালের মাধ্যমে। তাদের টিকার আওতায় আনতে পারলে এ রোগ বিস্তার রোধ হবে। জলাতঙ্ক বিস্তার রোধে পর্যায়ক্রমে নগরীর সকল পথ কুকুরকেকে ভেক্সিনের আওতায় আনা হবে। এ কাজে সহযোগিতা করার জন্য রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়াকে ধন্যবাদ জানিয়ে তারা এ কাজে এগিয়ে আসার জন্য সকলকে আহবান জানান।











