কুমিল্লার মহাসমাবেশে লক্ষাধিক মানুষ জড়ো করতে চান বিএনপি নেতারা

মোঃ জহিরুল হক বাবু।।
আগামী ২৬ নভেম্বর (শনিবার) কুমিল্লায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে। সেখানে লক্ষাধিক কর্মী জড়ো করার টার্গেট নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তাই সমাবেশকে সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হচ্ছে। সোমবার (৭ নভেম্বর) নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয় থেকে শুরু হয় লিফলেট বিতরণ। এরপর নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি চলে।

এতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুসহ জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণের সময় হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, এই সরকারের বিরুদ্ধে একদিন সময় দিয়ে আপনারা সমাবেশে আসুন। আমরা মহাসমাবেশ করবো। এই সমাবেশ থেকে তাদের পতন শুরু হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page