কুমিল্লার হোমনায় ডাক্তার মনিরুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

আশিকুর রহমান আশিক।।
জমকালো আয়োজনের মধ্যদিয়ে কুমিল্লার হোমনায় ডাক্তার মনিরুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

টয়োটা নাভানা লিমিটেডের সৌজন্যে সোমবার বিকেলে উপজেলার মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠের আনাচে-কানাচে সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় হোমনা নাসির ট্রাভেলসকে ১-০ গোলে হারিয়ে ঘারমোড়া একাদশ চ্যাম্পিয়ন হয়। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাপ্টেন তারিকুল আমিন।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কামাল উদ্দিন মেদ ও আওয়ামীগ লীগ নেতা মাহবুবুর রহমান খন্দকার ।

এ্যাড. সেলিম সরকারের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমন, আওয়ামী লীগ নেতা আবদুল করিম, যুবলীগ নেতা মনিরুজ্জামান টিপু, মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আবদুল মান্নান সরকার, দুবাই প্রবাসী আবদুল আউয়াল, জাকির হোসেন মাস্টারসহ মাঠে উপচেপড়া হাজার দর্শক খেলা উপভোগ করেন।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের মাঝে মোটরসাইকেল এবং ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টে ১৬ টি দল অংশ গ্রহণ করে ফাইনাল খেলার মধ্যে দিয়ে টুর্ণামেন্টের সমাপ্তি করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

You cannot copy content of this page