কুমিল্লাস্থ চৌদ্দগ্রাম সমিতি’র উদ্যোগে শোক দিবস পালিত

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম। (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লাস্থ চৌদ্দগ্রাম সমিতির উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকালে কুমিল্লার নগর উদ্যানে বঙ্গবন্ধুর মুরালে সমিতির উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি আগা মোজাম্মেল হক চৌধুরী শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা বাহার উদ্দীন রেজা (বীর প্রতীক)। বিশেষ অতিথি ছিলেন খন্দকার শরীফ উদ্দীন, আলী আজম।

সভায় বক্তব্য রাখেন সমিতির সম্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট মোশারফ হোসেন টিটু, এডভোকেট ফয়সল সুলতান, ডা. মিজানুর রহমান, জামশেদ আলম, ইকবাল হোসেন, রেহানা আক্তার প্রমুখ।

বক্তারা ১৯৭৫ সালের জাতির জনক বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় শহীদদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page