কুমিল্লায় ঈদের নামাজে গুলি, ১০ দিন পর একজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক।।
কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবীর গোলাবাড়ী পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের মাঠে গুলি ছোড়ার ঘটনায় জড়িত ফখরুল হাসান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পাঁচথুবী ইউনিয়নের কেরানীনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাজু পাঁচথুবী ইউনিয়নের কেরানীনগর এলাকার মৃত আম্বর আলী চৌধুরীর ছেলে।

জানা যায়, পাঁচথুবী ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় গত ৩ মে (মঙ্গলবার) ঈদের জামাতে দুই পক্ষের পূর্ববিরোধের জেরে গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে ছত্রখীল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, ‘ঈদের নামাজের দিন ঈদগাহে গোলাগুলির ঘটনায় ফখরুল হাসান চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page