১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ‘কুমিল্লা মেট্রো রানার্স’ এর টি-শার্ট ও লোগু উম্মোচন বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, মুচলেকা দিয়ে জব্দ বাস ফেরত নিল মালিকপক্ষ সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন কুমিল্লায় দোয়া ও ফিতা কেটে ‘ইউনিটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’-এর অফিস উদ্বোধন বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকারের প্রেক্ষিতে কুমিল্লায় সেমিনার আলোচনাসভা ও সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে কুমিল্লায় জাতীয় সমবায় দিবস উদযাপন কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা দাবিতে মুরাদনগরে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের ঝটিকা মিছিলঃ ১৩ নেতাকর্মী গ্রেফতার বিভিন্ন সেক্টরের অনিয়ম নির্ভীক চিত্তে তুলে ধরে আজকের জীবন; প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

কুমিল্লায় একই ওয়ার্ডে জামাই-শ্বশুর এবং দুই বেয়াইনের লড়াই

  • তারিখ : ০১:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • 173

কুমিল্লা নিউজ ডেস্ক।।
মেয়র-কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে কুমিল্লা হোমনা পৌরসভা নির্বাচন। সব ঠিকঠাক থাকলে ইভিএমে আগামী (১৪ ফেব্রুয়ারি) এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানকার পৌরসভার ৯টি ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকলেও সবার নজর কেড়েছে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জামাই-শ্বশুর এবং ওই একই ওয়ার্ডের সংরক্ষিত পদে দুই বেয়াইনের প্রতিদ্বন্দ্বিতা। জয়ের ব্যাপারে ছাড় দিতে রাজি নন কেউ।

৩ নম্বর ওয়ার্ড ঘুরে জানা গেছে, কাউন্সিলর প্রার্থী মো. রাজ মিয়া নিজের শেষ নির্বাচন বলে ঘোষণা দিলেও মন গলেনি মেয়েজামাই কাউন্সিলর প্রার্থী আবদুস সামাদের। গত বছরও শ্বশুরকে ছাড় দেননি জামাই সামাদ। কিন্তু জামাইকে বাদ দিয়ে নির্বাচনে শ্বশুর কাউন্সিলর নির্বাচিত হন। এবারও নির্বাচন করছেন জামাই ও শ্বশুর। শেষ পর্যন্ত দুজনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চষে বেড়াচ্ছেন ওয়ার্ডের অলিগলি। শ্বশুরের প্রতীক উটপাখি ও জামাইয়ের প্রতীক গাজর।

শ্বশুর-জামাইয়ের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে এলাকাবাসীর ধারণা, জামাই-শশুর প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিয়ে পাঞ্জাবি প্রতীক নিয়ে মো. সফিকুল ইসলাম সবু বা সাবেক কাউন্সিলর মো. জাকির হোসেন সরকার পানির বোতল প্রতীকে চমক দেখাতে পারেন।

এবার নির্বাচনে ভোটের মাঠে রয়েছে জটিল সমীকরণ। তবে শ্বশুর-জামাইয়ের সব সমীকরণ আগামী ১৪ ফেব্রুয়ারি জনগণ ইভিএম ভোটের মাধ্যমে প্রমাণ দেবেন।

অপরদিকে, ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (৭,৮,৯) দুই বেয়াইনের মধ্যে চশমা প্রতীক নিয়ে লড়ছেন রুশিয়া বেগম এবং জবা ফুল প্রতীক নিয়ে লড়ছেন ফাতেমা বেগম।

জানা গেছে, রুশিয়া বেগমের ছেলের সঙ্গে ফাতেমা বেগমের মেয়ের বিয়ে হয়েছিল এক বছর আগে। যদিও এদের মধ্যে এ আত্মীয়তা এখন নেই। এ নিয়ে মামলা মোকদ্দমা করতে হয়েছে। সেই জিদ থেকে নির্বাচনে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। রিটার্নিং অফিসার কর্তৃক ফাতেমা বেগমের মনোনয়নপত্র বাতিল হলে কিছুটা স্বস্তি পেয়েছিলেন রুশিয়া বেগম। পরে ফাতেমা বেগম হাইকোর্টে আপিল করে প্রার্থিতা ফিরে পান। এখন চলছে দুই বেয়াইনের লড়াই।

আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে হোমনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। হোমনা ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন জামাই ও শ্বশুর, আর ৯ নম্বর ওয়ার্ডের গোয়ারীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিবেন দুই বেয়াইন রুশিয়া বেগম ও ফাতেমা বেগম। এ ওয়ার্ডে অপর প্রার্থীরা হলেন সুরিয়া বেগম (কলম), ফাতেমা বেগম (আনারস)।

error: Content is protected !!

কুমিল্লায় একই ওয়ার্ডে জামাই-শ্বশুর এবং দুই বেয়াইনের লড়াই

তারিখ : ০১:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

কুমিল্লা নিউজ ডেস্ক।।
মেয়র-কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে কুমিল্লা হোমনা পৌরসভা নির্বাচন। সব ঠিকঠাক থাকলে ইভিএমে আগামী (১৪ ফেব্রুয়ারি) এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানকার পৌরসভার ৯টি ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকলেও সবার নজর কেড়েছে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জামাই-শ্বশুর এবং ওই একই ওয়ার্ডের সংরক্ষিত পদে দুই বেয়াইনের প্রতিদ্বন্দ্বিতা। জয়ের ব্যাপারে ছাড় দিতে রাজি নন কেউ।

৩ নম্বর ওয়ার্ড ঘুরে জানা গেছে, কাউন্সিলর প্রার্থী মো. রাজ মিয়া নিজের শেষ নির্বাচন বলে ঘোষণা দিলেও মন গলেনি মেয়েজামাই কাউন্সিলর প্রার্থী আবদুস সামাদের। গত বছরও শ্বশুরকে ছাড় দেননি জামাই সামাদ। কিন্তু জামাইকে বাদ দিয়ে নির্বাচনে শ্বশুর কাউন্সিলর নির্বাচিত হন। এবারও নির্বাচন করছেন জামাই ও শ্বশুর। শেষ পর্যন্ত দুজনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চষে বেড়াচ্ছেন ওয়ার্ডের অলিগলি। শ্বশুরের প্রতীক উটপাখি ও জামাইয়ের প্রতীক গাজর।

শ্বশুর-জামাইয়ের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে এলাকাবাসীর ধারণা, জামাই-শশুর প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিয়ে পাঞ্জাবি প্রতীক নিয়ে মো. সফিকুল ইসলাম সবু বা সাবেক কাউন্সিলর মো. জাকির হোসেন সরকার পানির বোতল প্রতীকে চমক দেখাতে পারেন।

এবার নির্বাচনে ভোটের মাঠে রয়েছে জটিল সমীকরণ। তবে শ্বশুর-জামাইয়ের সব সমীকরণ আগামী ১৪ ফেব্রুয়ারি জনগণ ইভিএম ভোটের মাধ্যমে প্রমাণ দেবেন।

অপরদিকে, ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (৭,৮,৯) দুই বেয়াইনের মধ্যে চশমা প্রতীক নিয়ে লড়ছেন রুশিয়া বেগম এবং জবা ফুল প্রতীক নিয়ে লড়ছেন ফাতেমা বেগম।

জানা গেছে, রুশিয়া বেগমের ছেলের সঙ্গে ফাতেমা বেগমের মেয়ের বিয়ে হয়েছিল এক বছর আগে। যদিও এদের মধ্যে এ আত্মীয়তা এখন নেই। এ নিয়ে মামলা মোকদ্দমা করতে হয়েছে। সেই জিদ থেকে নির্বাচনে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। রিটার্নিং অফিসার কর্তৃক ফাতেমা বেগমের মনোনয়নপত্র বাতিল হলে কিছুটা স্বস্তি পেয়েছিলেন রুশিয়া বেগম। পরে ফাতেমা বেগম হাইকোর্টে আপিল করে প্রার্থিতা ফিরে পান। এখন চলছে দুই বেয়াইনের লড়াই।

আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে হোমনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। হোমনা ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন জামাই ও শ্বশুর, আর ৯ নম্বর ওয়ার্ডের গোয়ারীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিবেন দুই বেয়াইন রুশিয়া বেগম ও ফাতেমা বেগম। এ ওয়ার্ডে অপর প্রার্থীরা হলেন সুরিয়া বেগম (কলম), ফাতেমা বেগম (আনারস)।